কপিল দেবের (Kapil Dev) নেতৃত্বে ভারতীয় দল তখন লর্ডসের মাঠে বিশ্বকাপ (World Cup) জেতার জন্য ব্যস্ত, সেই সময় বিসিসিআই (BCCI)-এর সভাপতি এবং ইন্দিরা গান্ধী (Indira Gandhi) সরকারের মন্ত্রী এনকেপি সালভের (N. K. P. Salve) কাছে প্রশ্ন করেছিলেন বিজয় উদযাপনের এত টাকা আসবে কোথা থেকে?