সেলেবদের পার্টি থেকে যে কোনও ইভেন্টে সব থেকে পরিচিত মুখ ওরি। আর এবার তাকে দেখা যাবে বিগ বসের ঘরে।
বিগ বসের ঘরে পা রাখবেন ওরি। এমনই খবর সর্বত্র। সেলেবদের পার্টি থেকে যে কোনও ইভেন্টে সব থেকে পরিচিত মুখ ওরি। আর এবার তাকে দেখা যাবে বিগ বসের ঘরে। তবে, কি তিনিও এবার ডেবিউ করবেন বলিউডে? বিতর্কের শীর্ষে সেলেবদের এই বন্ধু।