বলিউডকে নিষ্প্রভ করে চলে গেলেন বিশিষ্ট পরিচালক প্রদীপ সরকার | শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ মৃত্যু হয় তাঁর , বিকেল ৪টেয় মুম্বইয়ের সান্তাক্রুজে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ।
বলিউডকে নিষ্প্রভ করে চলে গেলেন বিশিষ্ট পরিচালক প্রদীপ সরকার | শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ মৃত্যু হয় তাঁর | 'পরিনীতা' থেকে 'মর্দানি'র মত ছবি বলিউডে এসেছিল তাঁরই হাত ধরে | মিউজিক ভিডিও তৈরিতেও এক নতুন ধারা এনেছিলেন প্রদীপ সরকার | ২৪ মার্চ মুম্বইয়ে ৬৮ বছর বয়সে প্রয়াত হন তিনি | বিকেল ৪টেয় মুম্বইয়ের সান্তাক্রুজে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ।