বিয়ের আগে ডিনার ডেটে পরিণীতি-রাঘব, পরিণীতির আঙুলে থাকা হীরের আংটি নজর কাড়ল সকলের

Published : May 08, 2023, 11:36 AM IST

মুম্বইয়ে এক রেস্তোরাঁয় ডিনার ডেটে যান পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় পরিণীতির হাতে একটি হিরের আংটি সকলের চোখে পড়ে। যা নিয়ে উঠেছে প্রশ্ন

PREV
110

ফের খবরে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার সম্পর্ক নিয়ে গুঞ্জন বহুদিনের। শেষ পর্যন্ত তারা নিজেরাই নিশ্চিত করেন প্রেমের সম্পর্কের কথা। এদিকে খবরে এসেছে এনগেজমেন্টের খবরও। এরই আগে ডিনার ডেটে গেলেন রাঘব ও পরিণীতি।

210

শোনা গিয়েছে, আগামী ১৩ মে আনুষ্ঠানিক ভাবে বাগদান সারবেন রাঘব ও পরিণীতি। এরই আগে ডেটিং-এ দেখা গিয়েছে তাঁদের। কখনও খেলার মাঠে দেখা যাচ্ছে তো কখনও রেস্তোরাঁয়।

310

সম্প্রতি, মুম্বইয়ের এক রেস্তোরাঁয় ডিনার ডেটে দেখা গেল রাঘব ও পরিণীতিকে। ভাইরাল হয়েছে সেই ছবি। ডিনার ডেটে গিয়ে পাপারাৎজিদের ক্যামেরার ধরা পড়লেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা।

410

এই দিন কালো রঙের পোশাকে দেখা গেল পরিণীতিকে। কালো শর্ট ড্রেস পরেছিলেন পরিণীতি। ক্যাজুয়াল সাজে দেখা দিলেন তিনি। পায়ে ছিল সাদা স্নিকার্স। আর চুল ছিল খোলা।

510

আপ নেতা রাঘন চাড্ডাকেও দেখা গেল গেল ক্যাজুয়াল লুকে। কালো ট্রাইজার আর নীল রঙের শার্ট পরেছিলেন তিনি। পায়ে ছিল কালো রঙের জুতো। দুজনকে এদিন রেস্তোরাঁ থেকে বের হতে দেখা যায়।

610

ডিনার ডেটে গিয়ে খবরে এলেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। এইদিন পরিণীতির হাতে থাকা আংটি প্রশ্ন তুলল সকলে মনে। এদিন পরিণীতির হাতে থাকে একটি হিরের আংটি নজর কাড়ল সকলের। প্রশ্ন তুলল তাঁর বাগদান নিয়ে।

710

রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় পরিণীতির হাতে একটি হিরের আংটি সকলের চোখে পড়ে। যা দেখে অনেকেই মনে করেছেন গোপনে বাগদান সেরেছেন নাকি তাঁরা। এদিকে ১৩ মে আনুষ্ঠিক ভাবে বাগদানের অনুষ্ঠান হওয়ার কথা। তাঁর আগে হাতে থাকা আংটি তুলল প্রশ্ন।

810

এদিকে আবার সেদিন ভিড়ের মধ্যে খুব যত্ন সহকারে নিজের হবু স্ত্রীকে সামলেছেন রাঘব। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রেস্তোরাঁ থেকে বের হচ্ছেন রাঘব ও পরিণীতি। আর তারা বের হতেই তাদের ঘিরে ধরেছেন ক্যামেরাম্যানরা।

910

আর এই ভিড়ের মধ্যে যত্ন করে পরিণীতিকে আগলাচ্ছেন রাঘব। যা দেখে রাঘবের কেরিয়ারিং মানসিকতার পরিচয় পেয়েছেন সকলে। এদিকে আজকার প্রায়শই একান্তে সময় কাটাতে দেখা যাচ্ছে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডাকে।

1010

সম্প্রতি আইপি এল ম্যাচ দেখতে দেখা গিয়েছিল পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডাকে। টুইনিং পোশাক পরে হাজির হয়েছিলেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। তারা পাঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল ম্যাচে হাজির হন।

click me!

Recommended Stories