পিঠে ব্যাগ, সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে চুপিচুপি! সইফকে মারতে আসা দুষ্কৃতীর ছবি এল প্রকাশ্যে

Published : Jan 17, 2025, 08:36 AM IST
Saif Ali

সংক্ষিপ্ত

পিঠে ব্যাগ, সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে চুপিচুপি! সইফকে মারতে আসা দুষ্কৃতীর ছবি এল প্রকাশ্যে

সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে এল সইফ আলি খানকে হামলা দুষ্কৃতীর ছবি। সইফের বহুতলের আবাসনের আপদকালীন সিঁড়ি দিয়ে পালানোর সময় সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে তার ছবি।

ইতিমধ্যেই মুম্বই পুলিশের তরফে প্রকাশ করা হয়েছে সইফ হামলার অভিযুক্তের ছবি। ছবিতে দুষ্কৃতীকে দ্রুত সিঁড়ি দিয়ে নামতে দেখা গিয়েছে। দুষ্কৃতীর চুল পাট করে আঁচড়ানো ও ক্লিন শেভড মুখ ধরা পড়েছে ছবিতে। পরনে ছিল কালো রঙের হাফ হাতের শার্ট সঙ্গে কালো জিনস। গলায় বাঁধা লাল স্কার্ফ।

পিঠে একটি বড় ব্যাগও দেখা গিয়েছে অভিযুক্তের। বুধবার গভীর রাত্রে সইফের উপরে ছুরি দিয়ে আক্রমণ করেন এই দুষ্কৃতী। তারপর থেকেই রীতিমতো ভয়ে কাঁপছে গোটা বলিউড। এই মুহূর্তে থমথমে মুম্বইয়ের বান্দ্রা শহর। গোটা অঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে পুলিশ। বুধবার গভীর রাত্রে বান্দ্রার বহুতল আবাসনে হামলা চালায় দুষ্কৃতীরা। তাদের সঙ্গে হাতহাতি বাঁধে সইফের। সেই সময়তেই সইফের ঘাড়ে, হাতে মেরুদণ্ডে ছুরি দিয়ে কোপানো হয়েছে। অভিনেতার শরীরে মোট ছ'টি ক্ষত রয়েছে বলে জানা গিয়েছে। এরপর মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয় সইফকে। প্রায় ৬ ঘণ্টার অস্ত্রোপচারের পরে এখন ওই হাসপাতালেই চিকিৎসাধীব সইফ।

ছুরি শরীরে আটকে থাকার ফলে নির্গত হচ্ছিল সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। ঘাড়ে মোট ১০ সেন্টিমিটারের ক্ষত ছিল। অত্যন্ত গুরতর আঘাত লেগেছিল সইফের। বর্তমানে তিনি বিপদমুক্ত বলে জানা গিয়েছে। বাবার বিপদের খবর পাওয়া মাত্রই তাদের বান্দ্রার বাড়িতে ছুটে যান সইফ পুত্র ইব্রাহিম। এরপর রক্তাক্ত সইফকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনও গাড়ি না মেলায় শেষমেশ অটো রিকশায় চাপিয়ে হাসপাতালে ভর্তি করা হয় সইফ আলি খানকে।

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত