পিঠে ব্যাগ, সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে চুপিচুপি! সইফকে মারতে আসা দুষ্কৃতীর ছবি এল প্রকাশ্যে

পিঠে ব্যাগ, সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে চুপিচুপি! সইফকে মারতে আসা দুষ্কৃতীর ছবি এল প্রকাশ্যে

সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে এল সইফ আলি খানকে হামলা দুষ্কৃতীর ছবি। সইফের বহুতলের আবাসনের আপদকালীন সিঁড়ি দিয়ে পালানোর সময় সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে তার ছবি।

ইতিমধ্যেই মুম্বই পুলিশের তরফে প্রকাশ করা হয়েছে সইফ হামলার অভিযুক্তের ছবি। ছবিতে দুষ্কৃতীকে দ্রুত সিঁড়ি দিয়ে নামতে দেখা গিয়েছে। দুষ্কৃতীর চুল পাট করে আঁচড়ানো ও ক্লিন শেভড মুখ ধরা পড়েছে ছবিতে। পরনে ছিল কালো রঙের হাফ হাতের শার্ট সঙ্গে কালো জিনস। গলায় বাঁধা লাল স্কার্ফ।

Latest Videos

পিঠে একটি বড় ব্যাগও দেখা গিয়েছে অভিযুক্তের। বুধবার গভীর রাত্রে সইফের উপরে ছুরি দিয়ে আক্রমণ করেন এই দুষ্কৃতী। তারপর থেকেই রীতিমতো ভয়ে কাঁপছে গোটা বলিউড। এই মুহূর্তে থমথমে মুম্বইয়ের বান্দ্রা শহর। গোটা অঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে পুলিশ। বুধবার গভীর রাত্রে বান্দ্রার বহুতল আবাসনে হামলা চালায় দুষ্কৃতীরা। তাদের সঙ্গে হাতহাতি বাঁধে সইফের। সেই সময়তেই সইফের ঘাড়ে, হাতে মেরুদণ্ডে ছুরি দিয়ে কোপানো হয়েছে। অভিনেতার শরীরে মোট ছ'টি ক্ষত রয়েছে বলে জানা গিয়েছে। এরপর মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয় সইফকে। প্রায় ৬ ঘণ্টার অস্ত্রোপচারের পরে এখন ওই হাসপাতালেই চিকিৎসাধীব সইফ।

ছুরি শরীরে আটকে থাকার ফলে নির্গত হচ্ছিল সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। ঘাড়ে মোট ১০ সেন্টিমিটারের ক্ষত ছিল। অত্যন্ত গুরতর আঘাত লেগেছিল সইফের। বর্তমানে তিনি বিপদমুক্ত বলে জানা গিয়েছে। বাবার বিপদের খবর পাওয়া মাত্রই তাদের বান্দ্রার বাড়িতে ছুটে যান সইফ পুত্র ইব্রাহিম। এরপর রক্তাক্ত সইফকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনও গাড়ি না মেলায় শেষমেশ অটো রিকশায় চাপিয়ে হাসপাতালে ভর্তি করা হয় সইফ আলি খানকে।

Share this article
click me!

Latest Videos

'স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি ঢাকতে আমাদের সাসপেন্ড করা হয়েছে' কর্মবিরতির ঢাক দিয়ে বললেন চিকিৎসকরা
Sundarbans-এ ফের বাঘের ভয়াল থাবা! উদ্ধার করেও গেল না বাঁচানো, গোটা গ্রামে শোকের ছায়া
পড়ুয়াকে Bangladeshi বলে অপমান! স্কুলে ভর্তি হওয়ায় বাঁধা, তীব্র চাঞ্চল্য Nadia-র Kalyani-তে
Rashifal Today: শনিবার ১৮ই জানুয়ারি কেমন কাটবে আজকের এই দিন, জানুন আজকের রাশিফলে
'দায় এড়ানোর জন্য যা খুশি তা করতে পারেন না মুখ্যমন্ত্রী', ক্ষোভ উগরে দিলেন ডাক্তাররাই