
গুরতর অসুস্থ জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)! অসুস্থতার জেরে তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বিছানা থেকেই উঠতে পারছেন না অভিনেত্রী। পরিস্থিতি সংকটজনক হওয়ায় মুম্বইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
খাদ্যে বিষক্রিয়ার জন্যই শরীর খারাপ হয়েছে তাঁর। মঙ্গলবার চেন্নাই থেকে ফেরার পথে এয়ারপোর্টে কিছু খেয়েছিলেন জাহ্নবী। তারপর বাড়ি ফেরার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর শরীর অত্যন্ত খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
আসন্ন ছবি 'উলঝ' এর প্রচারে ভীষণ ব্যস্ত ছিলেন শ্রীদেবী কন্যা। অসুস্থতার কারণে একেবারেই শয্য়াশায়ী তিনি। এই কারণে ছবির প্রচার কাজও প্রায় এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এখন আগের থেকে খানিকটা ভাল আছেন অভিনেত্রী।
শরীর ঠিক থাকলে শুক্র-শনিবার নাগাদ হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি বলে জানিয়ছেন চিকিৎসকেরা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।