পেটে বিষ! রাতারাতি অসুস্থ জাহ্নবী কাপুর, তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে, কেমন আছেন শ্রীদেবী কন্যা?

Published : Jul 19, 2024, 08:44 AM ISTUpdated : Jul 19, 2024, 09:26 AM IST
Janhvi

সংক্ষিপ্ত

পেটে বিষ! রাতারাতি অসুস্থ জাহ্নবী কাপুর, তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে, কেমন আছেন শ্রীদেবী কন্যা?

গুরতর অসুস্থ জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)! অসুস্থতার জেরে তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বিছানা থেকেই উঠতে পারছেন না অভিনেত্রী। পরিস্থিতি সংকটজনক হওয়ায় মুম্বইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

খাদ্যে বিষক্রিয়ার জন্যই শরীর খারাপ হয়েছে তাঁর। মঙ্গলবার চেন্নাই থেকে ফেরার পথে এয়ারপোর্টে কিছু খেয়েছিলেন জাহ্নবী। তারপর বাড়ি ফেরার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর শরীর অত্যন্ত খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

আসন্ন ছবি 'উলঝ' এর প্রচারে ভীষণ ব্যস্ত ছিলেন শ্রীদেবী কন্যা। অসুস্থতার কারণে একেবারেই শয্য়াশায়ী তিনি। এই কারণে ছবির প্রচার কাজও প্রায় এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এখন আগের থেকে খানিকটা ভাল আছেন অভিনেত্রী।

শরীর ঠিক থাকলে শুক্র-শনিবার নাগাদ হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি বলে জানিয়ছেন চিকিৎসকেরা।

PREV
click me!

Recommended Stories

বাবার মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেতা, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ডিনো মোরিয়ার
অস্কার ২০২৬: শর্টলিস্টেড 'হোমবাউন্ড', আরও এক ধাপ এগিয়ে গেল ভারত, আবেগঘন পোস্ট করণ জোহরের