
Zubeen Garg Death News: অকালে না ফেরার দেশে বিশ্ব বিখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গর্গ। মাত্র ৫২ বছর বয়সেই প্রয়াত বিনোদন জগতের অন্যতম সেরা নক্ষত্র। সূত্রের খবর শুক্রবার সিঙ্গাপুরে স্কুবাডাইভিং করার সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন জুবিন। তড়িঘড়ি করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় এই খ্যাতনামা গায়ক জুবিন গর্গ। তার অকাল প্রয়াণে টলি-বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। শোকাস্তব্ধ সঙ্গীত মহলও।
সূত্রের খবর, শুক্রবারই সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দেওয়ার কথা ছিল জুবিন গর্গের। সেই কারণেই সিঙ্গাপুরে উড়ে গিয়েছিলেন ভারতীয় এই সঙ্গীত তারকা। কিন্তু অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই দুপুরে সামনে আসে তার অকাল মৃত্যুর কথা। সিঙ্গাপুরের সমুদ্রে স্কুবা ডাইভিং করার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও হল না শেষরক্ষা। অনুরাগীদের কাঁদিয়ে মাত্র ৫২ বছরেই না ফেরার দেশে জুবিন গর্গ।
জুবিন গর্গ জন্মসূত্রে অসমিয়া হলেও বাংলা-হিন্দি আর অহমিয়া ভাষা মিলিয়ে শ্রোতাদের অসংখ্য গান উপহার দিয়েছেন তিনি। লম্বা কেরিয়ারে তাঁর ঝুলিতে রয়েছে একাধিক হিট গান। তার সুরের জাদুতে এখনও মূর্ছনা যায় সঙ্গীত প্রেমিরা। কিন্তু এই গায়কের বিরুদ্ধে একাধিক বার উঠেছে অনিয়ন্ত্রিত জীবনযাপনের অভিযোগ। অতিরিক্ত মদ্যপান করতেন বলেও শোনা যায়। যার জেরে একাধিক শো-ও বাতিল হয়ে গিয়েছে। তবুও এত বছরে বিন্দুমাত্র ভাটা পড়েনি জুবিনের জনপ্রিয়তায়।