প্রকাশ্যে এল আদিপুরুষ ছবির নতুন গান জয় শ্রী রাম | হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পেল এই ট্র্যাক । গানটি পরিচালনা করেছেন অজয়-অতুল, গেয়েছেন মনোজ মুনতাশির ।
প্রকাশ্যে এল আদিপুরুষ ছবির নতুন গান জয় শ্রী রাম | হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পেল এই ট্র্যাক । গানটি পরিচালনা করেছেন অজয়-অতুল, গেয়েছেন মনোজ মুনতাশির । গানে তো বটেই সঙ্গে গানের ভিজ্যুয়ালের দ্বারা আপনি পৌঁছে যেতে পারেন এক অন্য জগতে । ভিডিও দেখে বোঝা যাচ্ছে, সীতাকে উদ্ধার করতে যাচ্ছেন রাম। সে যুদ্ধ শুরুর মুহূর্তে উঠে এসেছে ‘জয় শ্রী রাম’ ট্র্যাকের মধ্যে দিয়ে। মুক্তির পরই খবরে এসেছে জয় শ্রী রাম গানটি।
একেবারে অন্যরকম কাহিনি নিয়ে আসছে ছবিটি। ছবিতে প্রভাস, কৃতি, সইফ আলি খান-সহ থাকছেন একাধিক হেভি ওয়েট তারকা। রামায়নের কাহিনি এবার দেখা যাবে বড় পর্দায়। হিন্দু ধর্মীয় পাঠ্য রামচরিতমানস থেকে চলচ্চিত্র তৈরি করছেন। ছবিতে উঠে আসবে শ্রী রামের জীবন কাহিনি।