পুরুষেরাও বলিউডে কাস্টিং কাউচের শিকার, চাঞ্চল্যকর দাবি করলেন প্রিয়াঙ্কা চোপড়া

Published : Jan 31, 2025, 03:33 PM IST
priyanka chopra husband nick jonas

সংক্ষিপ্ত

প্রিয়াঙ্কা চোপড়া खुलासा করলেন বলিউডে কাস্টিং কাউচের অন্ধকার দিক। ক্ষমতার অপব্যবহারের শিকার হয়েছেন বলে জানালেন। এমনকি পুরুষদের কাস্টিং কাউচের শিকার হওয়ার কথাও জানালেন।

কেরিয়ার শুরু মডেলিং দিয়ে। তারপর অভিনেত্রী হিসেবে নিজের জায়গা পাকা করেন। বহু ছবিতে কাজ করেন। তা সত্ত্বেও বলিউড ছেড়ে হলিউডে চলে যেতে হয় প্রিয়াঙ্কা চোপড়াকে। তবে, আজ তিনি আন্তর্জাতিক তারকা। তবে, জানেন কি এক সময় এই দেশি গার্লকে হতে হয়েছিল কাস্টিং কাউটের শিকার। বলিউডের এক অন্ধকার দিকের কথা জানালেন নায়িকা।

অতীতের এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছিলেন, তিনি যৌন হেনস্থার শিকার না হলেও বলিউডে ক্ষমতার অপব্যবহারের সম্মুখীন হয়েছেন। তিনি বলেন, আমি খুবই উদ্ধত। লোকে আমাকে একটু ভয় পায় বইকি। আমি যখন কোথাও প্রবেশ করি চেষ্টা করি কেউ যেন আর সেখানে খাপ না খুলতে পারে। হ্যাঁ আমাকেও একটা সময় ছবি থেকে বাদ দেওয়া হয়েছে কারণ কেউ একজন অন্য কাউে রেকমেন্ড করেছিল। আমি একটা ছবিতে সাইন করার পর তাঁর প্রেমিকাকে রেকমেন্ড করেছিল। সেটা তো ক্ষমতার অপব্যবহারই। সে প্রেমিকা অভিনেতার হোক বা পরিচালকের।

তেমনই পুরুষদের কাস্টিং কাউচের শিকার হওয়া প্রসঙ্গে মন্তব্য করেন নায়িকা। তিনি বলেন, নিম্নমানের এই মানুষগুলো যাঁরা সদ্য সদ্য এসেছে তাঁদের সুবিধা নিতে চান। বড় পরিচালক, প্রযোজকরা কখনোই এমন কাজ করেন না। আমি অত্যন্ত ভাগ্যবতী যে আমি সূ সময়ই ইন্ডাস্ট্রিতে ভালো মানিষের সঙ্গে কাজ করতে পেরেছি।

সদ্য এমন মন্তব্য করে খবরে এলেন প্রিয়াঙ্কা চোপড়া। সদ্য তিনি ফাঁস করলেন বলিউডের এক অন্ধকার দিকের কথা। কাস্টিং কাউচ নিয়ে সকলের মনেই থাকে নানান প্রশ্ন। সেই সকল প্রশ্নের উত্তর মিলল আর প্রিয়াঙ্কা চোপড়ার কথায়। সঙ্গে জানান নিজের অভিজ্ঞতার কথা। তিনি নিজেও অভিনয় করতে গিয়ে সমস্যার মুখোমুখি হন। ছবি সাইন করার পরও তা হাতছাড়া হয়েছে। তবে, প্রিয়াঙ্কা চোপড়া একা নন। এর আগেও বহু তারকা এই প্রসঙ্গে মুখ খুলেছেন। জানিয়েছেন বলিউডের অন্দর মহলের বিষয়। জানিছেন নিজের অভিজ্ঞতার কথা।   

 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত