আমির খানের দঙ্গলকে টেক্কা দেওয়াই লক্ষ্য, নতুন উচ্চতায় পৌঁছে যাবে পুষ্পা ২?

বাহুবলী ২ এর রেকর্ড ভেঙে ইতিমধ্যেই সাড়া ফেলেছে পুষ্পা ২। এবার আমির খানের ছবি দঙ্গলের রেকর্ড ভাঙাই আল্লু অর্জুন ও নির্মাতাদের পরিকল্পনা।
 

Soumya Gangully | Published : Jan 11, 2025 2:50 AM
16
আল্লু অর্জুনের ছবি পুষ্পা ২ মুক্তি পাওয়ার পর থেকে একের পর এক রেকর্ড গড়ে চলেছে

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে পুষ্পা-২। বাহুবলী ২ এর রেকর্ড অনেকদিন ধরেই অক্ষত ছিল। কিন্তু আল্লু অর্জুন পুষ্পা ২-এর মাধ্যমে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন। মুক্তির এক মাস পেরিয়ে গেলেও বলিউডে এখনও আয় করছে ছবিটি।

26
বাহুবলী ২-এর রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি আয় করা দ্বিতীয় ভারতীয় ছবি পুষ্পা ২

গেম চেঞ্জার আসায় থিয়েটারগুলি ফাঁকা হয়ে গিয়েছে। কিন্তু এই গতি আরও ১০ দিন থাকলে পুষ্পা ২-এর পক্ষে ২,০০০ কোটি আয় করা কোনও কঠিন কাজ হবে না। ইতিমধ্যেই পুষ্পা ২ বিশ্বব্যাপী ১,৮৩১ কোটি টাকা আয় করে ভারতীয় ছবির মধ্যে সর্বোচ্চ আয় করা দ্বিতীয় ছবি হিসেবে বাহুবলী ২ এর রেকর্ড ভেঙে দিয়েছে।

36
আমির খানের ছবি দঙ্গলের রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি আয় করা ভারতীয় ছবি হয়ে ওঠার লক্ষ্যে পুষ্পা ২

বিশ্বব্যাপী আয়ের দিক থেকে ভারতীয় ছবির তালিকায় এখনও শীর্ষে দঙ্গল। এবার পুষ্পারাজের নজর দঙ্গলের দিকে। দঙ্গলের আয়ের রেকর্ড ভাঙতে চাইছেন আল্লু অর্জুন। দঙ্গলের সাফল্যের পেছনে চিনের বাজারের বড় ভূমিকা রয়েছে। চিনের প্রেসিডেন্ট নিজে ছবিটি দেখে প্রশংসা করেছিলেন। 

46
যে দেশগুলিতে পুষ্পা ২ এখনও মুক্তি পায়নি, সেই দেশগুলিতে মুক্তি পেতে পারে

২,০০০ কোটি টাকা আয়ের রেকর্ড গড়ার আরেকটি সুযোগ রয়েছে পুষ্পা ২ টিমের কাছে। ছবিটির আয় ২,০০০ কোটি টাকা ছাড়িয়ে নেওয়ার জন্য তারা কঠোর প্রচেষ্টা চালাচ্ছে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ছবিটিতে আরও ২০ মিনিট যুক্ত করে যেসব দেশে এখনও মুক্তি পায়নি সেখানে মুক্তি দেওয়ার চিন্তাভাবনা চলছে। এখনও পর্যন্ত ২,০০০ কোটি টাকা আয়ের রেকর্ড আমির খানের দঙ্গলের। সেই রেকর্ড ভাঙার ইচ্ছা পুষ্পা ২ টিমের। 
 

56
দঙ্গলের রেকর্ড ভেঙে দেওয়ার লক্ষ্যে চিনে মুক্তি পেতে চলেছে পুষ্পা ২

চিনে ১,১০০ কোটি টাকা আয় করে রেকর্ড গড়েছিল দঙ্গল। মোট ২,০০০ কোটি টাকা আয় করেছিল দঙ্গল। এক দশক ধরে দঙ্গলের রেকর্ড অক্ষত। এবার সেই রেকর্ড ভাঙার সুযোগ পুষ্পারাজের কাছে। পুষ্পা-২ চিনে মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে। শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

66
চিনের পাশাপাশি জাপানেও মুক্তি পেতে পারে আল্লু অর্জুনের ব্লকবাস্টার ছবি

পুষ্পা ২ ছবিতে রক্ত চন্দনের বিষয়বস্তু থাকায় চিনের মানুষের বেশ প্রিয়। তাই এই বিষয়বস্তু নিয়ে তৈরি ছবিটি তারা অবশ্যই পছন্দ করবে বলে মনে করা হচ্ছে। চিনের বাজারে ছবিটি যদি ১৫০ কোটি টাকা আয় করে তাহলেই দঙ্গলের রেকর্ড ভাঙা সম্ভব হবে। চিনের সঙ্গে জাপানেও ছবিটি মুক্তি পেতে পারে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos