সন্ধ্যা থিয়েটারে পদপিষ্টের ঘটনায় জামিন পেলেন, স্বস্তিতে আল্লু অর্জুন

Published : Jan 03, 2025, 07:41 PM ISTUpdated : Jan 03, 2025, 09:24 PM IST

বক্স অফিসে সাড়ে ফেলে দিয়েছে আল্লু অর্জুনের ছবি 'পুষ্পা ২'। ফলে খুশি এই অভিনেতা। কিন্তু হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে এক মহিলার পদপিষ্ট হওয়ার ঘটনায় অস্বস্তিতে ছিলেন আল্লু। শুক্রবার তিনি স্বস্তি পেলেন।

PREV
115
গ্রেফতার হওয়ার পর অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন, শুক্রবার জামিন পেলেন আল্লু অর্জুন

হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা ২'-এর প্রিমিয়ারে এক মহিলার পদপিষ্ট হওয়ার ঘটনায় জামিন পেলেন অভিনেতা আল্লু অর্জুন।

215
শুক্রবার হায়দরাবাদের আদালত থেকে জামিন পেয়ে গেলেন অভিনেতা আল্লু অর্জুন

শুক্রবার হায়দরাবাদের নামপল্লী কোর্ট আল্লু অর্জুনের জামিনের আবেদন মঞ্জুর করেছে। তাঁর জামিনের শর্ত হল, ৫০,০০০ টাকার দুই জামিনদার রাখতে হবে।

315
৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হন ৩৫ বছরের এক মহিলা

৪ ডিসেম্বর সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হন রেবতী নামে ৩৫ বছর বয়সি এক মহিলা। তাঁর ৮ বছর বয়সি ছেলে এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

415
তাঁর ছবির প্রিমিয়ারে এক মহিলার পদপিষ্ট হওয়ার ঘটনায় গ্রেফতার হন আল্লু অর্জুন

তেলঙ্গানা পুলিশের পক্ষ থেকে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হওয়ার ঘটনায় আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর গ্রেফতার হন এই অভিনেতা।

515
গ্রেফতার হওয়ার দিনই আদালত থেকে অন্তর্বর্তী জামিন পেয়ে যান আল্লু অর্জুন

আল্লু অর্জুন যেদিন গ্রেফতার হন, সেদিনই আদালত থেকে অন্তর্বর্তী জামিন পেয়ে যান এই অভিনেতা।

615
সন্ধ্যা থিয়েটারের ঘটনায় জখম হওয়া শিশুটিকে আর্থিক সাহায্য করেছেন আল্লু অর্জুন

আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও, যে শিশু গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়, তার পরিবারকে আর্থিক সাহায্য করেছেন আল্লু অর্জুন।

715
'পুষ্পা ২'-এর কলাকুশলীদের পক্ষ থেকে শিশুটির পরিবারকে ২ কোটি টাকা দেওয়া হয়েছে

আহত শিশুটির পরিবারকে ১ কোটি টাকা দিয়েছেন আল্লু অর্জুন। প্রযোজক মিথরি মুভিজ দিয়েছে ৫০ লক্ষ টাকা। 'পুষ্পা ২'-এর পরিচালক সুকুমারও ৫০ লক্ষ টাকা দিয়েছেন।

815
সন্ধ্যা থিয়েটারের ঘটনায় অভিনেতা, প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষকে জেরা করেছে পুলিশ

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হওয়ার ঘটনায় আল্লু অর্জুন, প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। অভিযুক্তদের জেরাও করা হয়।

915
পদপিষ্টের ঘটনার পরেও সন্ধ্যা থিয়েটারে বাণিজ্যিক সাফল্য পাচ্ছে 'পুষ্পা ২'

সন্ধ্যা থিয়েটারে এখনও পর্যন্ত ২ কোটি টাকারও বেশি আয় করেছে 'পুষ্পা ২'। এই প্রেক্ষাগৃহে বিতর্কের কোনও প্রভাব পড়েনি।

1015
বিশ্বজুড়ে ২,০০০ কোটি টাকা আয় করার দিকে এগিয়ে চলেছে আল্লু অর্জুনের 'পুষ্পা ২'

'পুষ্পা ২' বিশ্বজুড়ে যে সাফল্য পাচ্ছে, তা এর আগে কোনও ভারতীয় ছবি পায়নি। ইতিমধ্যেই ১,৮০০ কোটি টাকারও বেশি আয় করেছে আল্লু অর্জুনের এই ছবি। ২,০০০ কোটি টাকা আয়ের দিকে এগিয়ে চলেছে 'পুষ্পা ২'।

1115
২২ ডিসেম্বর আল্লু অর্জুনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্যরা

২২ ডিসেম্বর আল্লু অর্জুনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির বেশ কয়েকজন সদস্য। হায়দরাবাদের জুবিলি হিলসে আল্লুর বাড়িতে চড়াও হন তাঁরা। এই অভিনেতার বাড়িতে ভাঙচুর চালানো হয়।

1215
আল্লু অর্জুনের বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করে পুলিশ

আল্লু অর্জুনের বাড়িতে হামলাকারীদের গ্রেফতার করে জুবিলি হিলস থানায় নিয়ে যায় পুলিশ।

1315
সন্ধ্যা থিয়েটারের ঘটনাকে কেন্দ্র করেই আল্লু অর্জুনের বাড়িতে হামলা চালান ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্যরা

আল্লু অর্জুনের উপর ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্যদের কেন আক্রোশ, তা স্পষ্ট নয়।

1415
ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্যদের দাবি ছিল, পদপিষ্টের ঘটনায় আর্থিক সাহায্য করতে হবে

ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্যদের দাবি ছিল, যে মহিলার মৃত্যু হয়েছে, তাঁর পরিবারকে এক কোটি টাকা আর্থিক সহায়তা দিতে হবে। কিন্তু এর দ্বিগুন আর্থিক সাহায্য করা হয়েছে।

1515
নিজে আক্রান্ত হলেও, অনুরাগীদের শান্ত থাকার বার্তা দিয়েছেন আল্লু অর্জুন

অনুগামীদের উদ্দেশ্যে আল্লু অর্জুন বলেছেন, কেউ যেন সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোনও মাধ্যমে কাউকে আক্রমণ না করেন, খারাপ কথা না বলেন।

click me!

Recommended Stories