'ভুল তথ্য ছড়িয়ে আমার চরিত্রহননের চেষ্টা চালানো হচ্ছে,' ব্যথিত আল্লু অর্জুন

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বিধানসভায় তাঁর বিরুদ্ধে করা মন্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অভিনেতা আল্লু অর্জুন। তিনি তাঁর চরিত্র হনন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন।

Soumya Gangully | Published : Dec 22, 2024 3:40 AM IST
14
পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে যেভাবে তাঁর বিরুদ্ধে প্রচার চলছে, তাতে ব্যথিত আল্লু অর্জুন

হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা ২-এর প্রিমিয়ারে পদপিষ্ট হওয়ার ঘটনা আরও ঘনীভূত হচ্ছে। এই ঘটনা ক্রমশঃ মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বনাম আল্লু অর্জুনের লড়াইয়ে পরিণত হয়েছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির মন্তব্যের জবাবে আল্লু অর্জুন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শনিবার তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ঘটনাটি সম্পূর্ণ দুর্ঘটনাজনিত এবং এটি অত্যন্ত দুঃখজনক। এই উপলক্ষে তিনি মৃতার পরিবারের প্রতি সমবেদনা জানান। মৃতার ছেলে শ্রীতেজ সুস্থ হয়ে উঠছেন জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন।

24
তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে, সাংবাদিক বৈঠকে সরব আল্লু অর্জুন

এ বিষয়ে আল্লু অর্জুন আরও বলেন, 'আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। আমার চরিত্র হনন করা হচ্ছে। এটা খুবই কষ্টের। এতদিন কোনও ভুল করিনি। আমি রোড শো করেছি বলে অভিযোগের কোনও ভিত্তি নেই। পুলিশের অনুমতি নিয়েই এগিয়ে গিয়েছিলাম। তবে এই ঘটনা সম্পর্কে পুলিশ কিছু জানায়নি, আমার টিমের লোকজন, থিয়েটার কর্তৃপক্ষ জানিয়েছিল যে ভিড় বেশি হচ্ছে, চলে যাওয়া উচিত। তাই সেখান থেকে চলে এসেছি। আমি রোড শো করিনি, অনুরাগীরা ভিড় করেছিলেন। তাঁরা আমার নাম ধরে চিৎকার করছিলেন। তাঁদের অগ্রাহ্য করে চলে গেলে অহঙ্কারী মনে করবেন বলে তাঁদের জন্য গাড়িতে উঠে অভিবাদন জানিয়েছি। আমি বললেই অনুরাগীরা এগিয়ে আসবেন, পুলিশ বললেই আমি এগিয়ে যাব বলে জানিয়েছিলাম। তাই এমনটা করতে হয়েছে। উৎসব করার জন্য নয়।'

34
তাঁর বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন আচরণের মিথ্যা অভিযোগ আনা হচ্ছে, দাবি আল্লু অর্জুনের

ভুল তথ্য ছড়ানোর অভিযোগ এনে আল্লু অর্জুন আরও বলেছেন, 'আমি দর্শকদের আনন্দ দেওয়ার জন্যই সিনেমা করি। তেলুগুদের গর্ব বাড়াতে আমি সিনেমা করি। কিন্তু আমরা নিজেরাই নিজেদের ছোট করছি। শ্রীতেজের ব্যাপারে আমি সবরকম সাহায্য করার জন্য দায়বদ্ধ। কিন্তু দায়িত্বহীনতার অভিযোগ করা কষ্টের। অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, শতভাগ মিথ্যা অভিযোগ আনা হচ্ছে, চরিত্র হনন করা হচ্ছে। বিশ বছরের পরিশ্রম, বিশ্বাসযোগ্যতা এক রাতেই নষ্ট করা হচ্ছে। সেই রাতে ঘটনা সম্পর্কে জানতাম না। সকালে জানার পর ভিডিও বার্তায় প্রতিক্রিয়া জানিয়েছি। ছেলেটিকে দেখতে হাসপাতালে যেতে চেয়েছিলাম, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ, আমার বন্ধু বাণী বসু হাসপাতালে গিয়ে পরিস্থিতি বুঝে হাসপাতালে না আসতে বলেছিলেন। তাই যাইনি। মামলা হওয়ায় আইনি জটিলতার কারণে চুপ ছিলাম।'

44
সন্ধ্যা থিয়েটারে পদপিষ্টের ঘটনায় গ্রেফতার হতে হয়েছিল আল্লু অর্জুনকে

‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারের দিন সন্ধ্যা থিয়েটারে আল্লু অর্জুন ও এই ছবির সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিরা যান। অনুরাগীদের সঙ্গে সিনেমা দেখতে, তাঁদের উৎসাহিত করতে তাঁরা থিয়েটারে এসেছিলেন। বাণী বসু আসছেন জেনে বিপুল সংখ্যক অনুরাগী ভিড় করায় থিয়েটারের সামনে ঠেলাঠেলি শুরু হয়। এই ঘটনায় একজন মহিলা অনুরাগী রেবতীর মৃত্যু হয়, তাঁর ছেলে শ্রীতেজ এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই ঘটনায় থিয়েটার কর্তৃপক্ষ এবং আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে চিক্কাদপল্লী থানার পুলিশ। মৃত রেবতীর স্বামী ভাস্করের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়। নামপল্লী আদালত তাঁকে রিমান্ডে পাঠায়। হাইকোর্টের জামিনে তিনি মুক্তি পান। তবে সেদিন রাতে তাঁকে জেলে কাটাতে হয়েছিল।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos