এ বিষয়ে আল্লু অর্জুন আরও বলেন, 'আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। আমার চরিত্র হনন করা হচ্ছে। এটা খুবই কষ্টের। এতদিন কোনও ভুল করিনি। আমি রোড শো করেছি বলে অভিযোগের কোনও ভিত্তি নেই। পুলিশের অনুমতি নিয়েই এগিয়ে গিয়েছিলাম। তবে এই ঘটনা সম্পর্কে পুলিশ কিছু জানায়নি, আমার টিমের লোকজন, থিয়েটার কর্তৃপক্ষ জানিয়েছিল যে ভিড় বেশি হচ্ছে, চলে যাওয়া উচিত। তাই সেখান থেকে চলে এসেছি। আমি রোড শো করিনি, অনুরাগীরা ভিড় করেছিলেন। তাঁরা আমার নাম ধরে চিৎকার করছিলেন। তাঁদের অগ্রাহ্য করে চলে গেলে অহঙ্কারী মনে করবেন বলে তাঁদের জন্য গাড়িতে উঠে অভিবাদন জানিয়েছি। আমি বললেই অনুরাগীরা এগিয়ে আসবেন, পুলিশ বললেই আমি এগিয়ে যাব বলে জানিয়েছিলাম। তাই এমনটা করতে হয়েছে। উৎসব করার জন্য নয়।'