স্বামীর বিরুদ্ধে আইনী লড়াইয়ের পর কাজে ফিরেছেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত । মুম্বইতে একটি মিউজিক ভিডিওর শুটিং করলেন তিনি ।
স্বামী আদিল খানের সঙ্গে রাখির গার্হস্থ্য মামলা চলে | কদিন আগে আদালতের বাইরে কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী | এবার কাজে ফিরলেন রাখি সাওয়ান্ত | করলেন একটি মিউজিক ভিডিওর শুটিং | কোরিওগ্রাফি করছেন মুদাসসার খান | এদিন অনেক প্রাণবন্ত দেখায় রাখি সাওয়ান্তকে |