জামাইষষ্ঠীর দিন দ্বিতীয় বিয়ে সারলেন আশিস বিদ্যার্থী, তা নিয়ে চারিদিকে শুরু হয় গুঞ্জন। এবার দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন আশিস। জানালেন কেন আবার বিয়ে করলেন অভিনেতা।
এদিকে জামাইষষ্ঠীর দিন দ্বিতীয় বিয়ে সারলেন আশিস বিদ্যার্থী। তাঁর বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই মুহূর্তে ভাইরাল হয়। চারিদিকে শুরু হয় গুঞ্জন। আশিস বিদ্যার্থী জানালেন 'আমাদের প্রত্যেকের জীবন আলাদা, প্রয়োজন আলাদা, দৃষ্টিভঙ্গি আলাদা। আমরা সবাই নিজের মতো করে বাঁচি। কিন্তু একটা জিনিস এক, আমরা সবাই জীবনে খুশি চাই। ২২ বছর আগে আমার জীবনে রাজষী আসে। তবে দু-আড়াই বছর আগে আমরা ঠিক করি, ভবিষ্যতে আমাদের পক্ষে ভালোভাবে একসঙ্গে থাকা সম্ভব নয়। সেই কারণে আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিই। ঝগড়া নয়, আমরা মর্যাদার সঙ্গে আলাদা থাকার সিদ্ধান্ত নিই। নিজেদের দায়িত্ব পালন করে খুশি থাকাই আসল। আমি একা থাকতে পারি না। সেই কারণে এমন কাউকে খুঁজছিলাম যে আমার পাশে থাকবে। রূপালি বড়ুয়ার সঙ্গে আমার পরিচয় হয়। এক বছর মেশার পর আমি ওকে বিয়ে করতে চাই। ওর বয়স ৫০, আমার ৫৭। যে কোনও বয়সেই আমরা খুশি থাকতে পারি।