'কান্তারা ২'-এর শ্যুটিং শুরু হতে চলেছে। তার ঠিক আগে ভূতা কোলা উৎসবে যোগ দিলেন অভিনেতা ও পরিচালক ঋষভ শেট্টি। তিনি পঞ্জুরলি দৈবর আশীর্বাদ প্রার্থনা করেছেন।
'কান্তারা ২'-এর শ্যুটিং শুরু হতে চলেছে। তার ঠিক আগে ভূতা কোলা উৎসবে যোগ দিলেন অভিনেতা ও পরিচালক ঋষভ শেট্টি। তিনি পঞ্জুরলি দৈবর আশীর্বাদ প্রার্থনা করেছেন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এই উৎসবে যোগ দেওয়ার ভিডিও শেয়ার করেছেন ঋষভ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। অনেক অনুরাগীই ঋষভকে শুভেচ্ছা জানাচ্ছেন।