শিল্পার সঙ্গে সেলফি নিতে হুড়োহুড়ি! মেজাজ না হারিয়ে হাসিমুখে সেলফি দিলেন শিল্পা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মুম্বই পুলিশের এক অনুষ্ঠানে বিশেষ অতিথি শিল্পা শেট্টি। লাল রঙের শাড়িতে রেড হট লুকে ধরা দিলেন শিল্পা।
শিল্পার সঙ্গে সেলফি নিতে হুড়োহুড়ি! মেজাজ না হারিয়ে হাসিমুখে সেলফি দিলেন শিল্পা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মুম্বই পুলিশের এক অনুষ্ঠানে বিশেষ অতিথি শিল্পা শেট্টি। লাল রঙের শাড়িতে রেড হট লুকে ধরা দিলেন শিল্পা। তবে এই অনুষ্ঠানের এক ভাইরাল ভিডিও চর্চার কেন্দ্রবিন্দুতে শিল্পা শেট্টি। ভিডিওতে দেখা যাচ্ছে মধ্যবয়স্কা তিন মহিলা শিল্পার সঙ্গে সেলফি তোলবার জন্য হুড়োহুড়ি করছেন। তারা শিল্পার সঙ্গ কিছুতেই ছাড়তে চাইছেন না। দর্শকাসনের বসে থাকা শিল্পার ঘাড়ে উঠে পড়েছিলেন ওই মহিলারা, এতেই মেজাজ হারান শিল্পা। শিল্পা বলেন - ম্যাম, কি করছেন আপনি?পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশ। এবং তাঁরা ওই মহিলাদের শিল্পার থেকে দূরে থাকার নির্দেশ দেন। মুম্বই শহরে মেয়েদের সুরক্ষার দায়িত্বে নিযুক্ত 'নির্ভয়া স্কোয়াড'। পুলিশদের সম্মানিত করতে এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন শিল্পা। শিল্পা বলেন, 'শহরবাসীরা যাতে শান্তিতে ঘুমোয় তাঁর জন্য প্রতি রাত জেগে থাকে এই নির্ভয়া পুলিশ কর্মীরা। আমি ওঁদের সম্মানিত করতে পেরে গর্বিত।'