মুম্বইয়ের খারের একটি সিনেমা হলে স্যাম বাহাদুর দেখতে গিয়েছিলেন সস্ত্রীক সচিন তেন্ডুলকর, জাহির খান, অজিত আগরকর। এক ফ্রেমে দেখা গেল তাঁদের। সিনেমা দেখে ভিকির প্রশংসা করলেন সচিন।
মুম্বইয়ের খারের একটি সিনেমা হলে স্যাম বাহাদুর দেখতে গিয়েছিলেন সস্ত্রীক সচিন তেন্ডুলকর, জাহির খান, অজিত আগরকর। এক ফ্রেমে দেখা গেল তাঁদের। সচিনের সঙ্গে আলাদা করে ছবি তুললেন স্যাম বাহাদুরের নায়ক ভিকি কৌশল। সিনেমা দেখে ভিকির প্রশংসা করলেন সচিন।