শনিবার নীতা মুকেশ আম্বানি কালচাব়্যাল সেন্টারে বসেছিল ইরা ও নুপুরের গ্র্যান্ড রিসেপশন৷ সেখানেও উপচে পড়েছিল বলি তারকাদের ভিড়৷ নবদম্পতিকে আর্শীবাদে ভরিয়ে দিলেন ক্যাটরিনা কাইফ, রণবীর সিং, শাহরুখ, সলমন সহ প্রমুখরা৷
ফিটনেস কোচ নূপুর শিখরের গলাতে ১০ জানুয়ারি মালা দিয়েছিলেন ইরা খান৷ পরিবার ও আত্মীয়দের নিয়ে চারহাত এক হল তাঁদের৷ বিয়ের পর রিসেপশনও বসল চাঁদের হাট৷ শনিবার নীতা মুকেশ আম্বানি কালচাব়্যাল সেন্টারে বসেছিল ইরা ও নুপুরের গ্র্যান্ড রিসেপশন৷ সেখানেও উপচে পড়েছিল বলি তারকাদের ভিড়৷ নবদম্পতিকে আর্শীবাদে ভরিয়ে দিলেন ক্যাটরিনা কাইফ, রণবীর সিং, শাহরুখ, সলমন সহ প্রমুখরা৷