১ কোটি টাকার জন্যই সইফ আলি খানের ওপর হামলা? মুম্বই পুলিশকে ভাবাচ্ছে এই প্রশ্নগুলি

বলি অভিনেতা সইফ আলি খানকে ছুরি দয়ে কোপান হয়েছে বৃহস্পতিবার ভোরে। ঘটনার কিছুক্ষণ পরেই তদন্ত শুরু করেছিল পুলিশ। কিন্তু ২৪ ঘণ্টা পরেও অধরা দুষ্কৃতীরা।

 

Saborni Mitra | Published : Jan 17, 2025 10:46 AM
110
সইফ আলি খান

বলি অভিনেতা সইফ আলি খান। শর্মিলা-পতৌদি পুত্র। বৃহস্পতিবার ভোর রাতে তাঁর নিজের ফ্ল্যাটেই হামলা চালায় দুষ্কৃতী। বর্তমানে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি সইফ আলি খান।

210
হামলার ২৪ ঘণ্টা পার

সইফ আলি খানের ওপর হামলার পরে কেটে গেছে ২৪ ঘণ্টারও বেশি সময়। কিন্তু এখনও অধরা দুষ্কৃতী।

310
তদন্ত শুরু

সইফ আলি খুনকে বৃহস্পতিবার ভোরবেলা ছুরি দিয়ে কোপায় দুষ্কৃতীরা। এই ঘটনার পরই তদন্ত শুরু হবে মুম্বইয়ের অপরাধ দমন শাখা। সাতটি দল অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে।

410
ঘটনার সিসিটিভি

তদন্তে নেমেই পুলিশ সইফ আলি খানের বিলাসবহুল ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে। এলাকারও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।

510
সন্দেহভাজনের গতিবিধি

প্রাথমিকভাবে পুলিশের অনুমান ঘটনার প্রায় ঘণ্টাদুয়ের আগে পর্যন্ত বাইরের কোনও সন্দেহভাডন আবাসনে প্রবেশ করেনি। কিন্তু ঘটনার পরে এক সন্দেহভাজনের পালিয়ে যাওয়ার ফুটেজ রয়েছে পুলিশের হাতে।

610
দুষ্কৃতীর ছবি ভাইরাল

ভাইরাল হয়েছে সইফের বাড়ির পিছনের সিঁড়ির সিসিটিভি ফুটেজ। স্পষ্ট দেখা গিয়েছে এক ব্যক্তির মুখ। কিন্তু ২৪ ঘণ্টা পরও অধরা দুষ্কৃতী। গোটা ঘটনার উঠে আসছে বেশ কিছু প্রশ্ন।

710
তদন্তে নেমে পুলিশের প্রশ্ন

কীভাবে সইফ-করিনার ছোট ছেলের জেহর ঘর পর্যন্ত দিয়েছিল দুষ্কৃতী। দুষ্কৃতী কী আগে থেকেই জানত সইফের ঘর সম্পর্কে। বিনা বাধায় কী করে অভিনেতার অন্দরমহলে প্রবেশ করল। সিসি ক্যামেরা তার ঢোকার ছবি নেই কেন।

810
আবসনের সঙ্গে পরিচিত

তদন্তে নেমে পুলিশের অনুমান আবাসনের সঙ্গে রীতিমত পরিচিত ছিল দুষ্কৃতী। আর সেই কারণেই সইফ আলি খানের ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছিল বিনা বাধায়।

910
মুম্বই পুলিশের বার্তা

মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম আগেই জানিয়েছিলেন, চুরির উদ্দেশ্যেই ওই বাড়িতে ঢুকেছিল দুষ্কৃতী। তবে উঠছে উঠে আসছে লরেন্স বিশ্নোইয়ের নামও।

1010
এক কোটি টাকা দাবি

সইফের ছেলে জেহ-র পরিচর্যার কাজে থাকা কর্মীরা জানিয়েছেন, অভিযুক্ত জেহর ঘরের সামনে দাঁড়িয়ে ১ কোটি টাকা দাবি করেছিল।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos