কেমন আছেন সইফ আলি খান, হাসপাতাল থেকে অভিনেতার স্বাস্থ্য নিয়ে বড় আপডেট

সইফ আলি খানের উপর হামলার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ছুরিকাঘাতে গুরুতর আহত অভিনেতা মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন। তদন্তকারীরা দাবি করেছেন ধৃত আততায়ী বাংলাদেশের নাগরিক।

দ্রুত সেরে উঠুন সইফ আলি খান। প্রতি মুহূর্তে সেই কামনাই করছেন তাঁর ভক্তরা। লীলাবতী হাসপাতাল ভর্তি অভিনেতা। আততায়ী হামলা. গুরুতর আহত হন অভিনেতা। ১৬ জানুয়ারি নিজের বাড়িতেই দুষ্কৃতীর ছুরিতে ঘায়েল হন অভিনেতা। তাঁর কমপক্ষে ৬ বার ছুরির আঘাত করা হয়েছিল।

জানা গিয়েছে, মঙ্গলবারই সম্ভবত সইফকে ছেড়ে দেওয়া হবে। আজ সোমবার অভিনেতার বয়ান রেকর্ড করতে পারে পুলিশ। চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার সফল হয়েছে. শিরদাঁড়ার কাছে ঢুকে যাওয়া ছুরির ভাঙা অংশ নিরাপদে বের করা সম্ভব হয়েছে। অল্পের জন্য শিরদাঁড়া বড়সড় ক্ষতির রক্ষা পেয়েছে। চিকিৎসকরা অভিনেতাকে বাঘের সঙ্গে তুলনাও করেন। জানান মঙ্গলবার অভিনেতাকে ছাড়া হতে পারে। আপাতত বিশ্রামে থাকতে হবে তাঁকে।

Latest Videos

১৬ জানুয়ারি রাতে তাঁর বাড়িতে দুষ্কৃতী হামলা হয়। সইফের ওপর হামলার ঘটনায় রবিবার অভিযুক্ত মহম্মদ সরিফুল ইসলাম শেহজাদকে গ্রেফতার করে পুলিশ। গোপন সূত্রে জানতে পারে, ছোট নবাবে-র বান্দ্রার বাড়ি থেকে ৩৫ কিমি দূরে থানের হীরানন্দানি এস্টেটের কাসারভাদাভালিতে ছিল মহম্মদ সরিফুল ইসলাম শেহজাদ। খবর পেয়ে ১০০ জন পুলিশ কর্মী সেখানে পোঁছায়। গোটা এলাকা ঘিরে ফেলে প্রায় ঘন্টাখানেক তল্লাশি চালায়। গ্রেফতার হয় আততায়ী। রবিবারই তাকে আদালতে পেশ করা হয়। আপাতত ৫ দিনের পুলিশ হেফাজতে আছে।

এই প্রসঙ্গে তদন্তকারীরা দাবি করেছেন ধৃত আততায়ী ভারতীয় নন। আদতে বাংলাদেশের নাগরিক। তার কাছ থেকে উদ্ধার করা বেশ কিছু নথিপত্র কমপক্ষে তেমনই ইঙ্গিত দিয়েছে। ৪-৫ মাস আগে নিজেকে বিজয় নামে পরিচয় দিয়ে মুম্বইতে থাকতে শুরু করে। তবে, ঠিক কী কারণে সইফকেই টার্গেট করেছিল তা এখনও স্পষ্ট নয়। সে যাই হোক, চলছে তদন্ত। আপাতত সুস্থ হয়ে উঠছেন সইফ আলি খান। তাঁর স্বাস্থ্য নিয়ে বড় আপডেট দিল আদালত। আপাতত তিনি আগের থেকে সুস্থ। সম্ভবত এই মঙ্গলবার ছেড়ে দেওয়া হবে তাঁকে হাসপাতাল থেকে। 

 

Share this article
click me!

Latest Videos

বড় সাজা! নাকি...আজ সঞ্জয়ের কথা শুনবেন বিচারক, উঠে আসতে পারে চাঞ্চল্যকর কিছু? | RG Kar News Today
দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিলেন বিচারক | RG Kar case verdict today | Sanjay Roy
'ছেলেকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানালেই হবে না, কট্টর হিন্দু তৈরি করুন' | Sukanta Majumdar | News
Suvendu Adhikari : ভিনরাজ্যে আলু পাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, দেখুন কী বলছেন শুভেন্দু অধিকারী
Rashifal Today : সোমবার সারাদিন কেমন কাটবে আপনার! দেখুন আজকের রাশিফল