'করিনার প্লাজো?' সাইফের ঢিলেঢালা পাজামা দেখে প্রশ্ন নেটিজেনরা, দেখে নিন সেই ছবি

Published : Feb 15, 2025, 02:43 PM IST

সাইফ আলি খান চোট সেরে কাজে ফিরেছেন। বান্দ্রা স্টুডিওর বাইরে ঢিলেঢালা কুর্তা-পাজামায় দেখা গেল সাইফকে। তিনি কি ভুল করে করিনার প্লাজো পরে বেরিয়েছেন?

PREV
18

সাইফ আলি খান তার চোট থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। ১৬ জানুয়ারী বান্দ্রার বাড়িতে একজন অনুপ্রবেশকারী তাকে ছুরিকাঘাত করেছিল। 

28

সাইফ আলি খান কাজে ফিরে এসেছেন। তাকে মুম্বাইয়ের বান্দ্রা স্টুডিওর বাইরে দেখা গেছে।

38

সাইফ আলি খান সুস্থ হওয়ার পর ডাবিং এবং অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।

48

তৈমুর এবং জাহাঙ্গীরের আব্বাকে সম্প্রতি বান্দ্রা স্টুডিওতে দেখা গিয়েছে।

58

করিনা কাপুর খানের স্বামীর পোশাক সকলের নজর কেড়েছে।

68

সাইফ আলি খান অফ হোয়াইট কুর্তা পাজামা পরেছিলেন। তিনি যখন সিঁড়ি দিয়ে নেমে আসছিলেন তখন তার পাজামার দিকে সকলের নজর পড়ে।

78

সাইফের এই পাজামাটি খুবই ঢিলেঢালা ছিল, মনে হচ্ছিল এটি কোনও মহিলার প্লাজো।

88

অনেকে তো ঠাট্টা করে বলেছেন, মনে হয় তাড়াহুড়োয় করিনা কাপুর খানের প্লাজো পরে বেরিয়ে এসেছেন।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories