৬৮-তম ফ্লিমফেয়ার প্রেস কনফারেন্সে সলমন খান। OTT-তে যা দেখানো হয় তা ঠিক নয়, বিস্ফোরক মন্তব্য করলেন সলমন। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম বিশাল ভাবে জনপ্রিয়তা পেয়েছে। ওটিটি-র জনপ্রিয়তা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য সলমন খানের।
৬৮-তম ফ্লিমফেয়ার প্রেস কনফারেন্সে সলমন খান। OTT-তে যা দেখানো হয় তা ঠিক নয়, বিস্ফোরক মন্তব্য করলেন সলমন। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম বিশাল ভাবে জনপ্রিয়তা পেয়েছে। ওটিটি-র জনপ্রিয়তা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য সলমন খানের। সলমন বলেন, 'ওটিটি-তে প্রচুর খোলামেলা শরীরী দৃশ্য দেখানো হচ্ছে। অনস্ক্রিন কিস করা তো খুবই সাধারণ ব্যাপার। বর্তমানে নায়ক নায়িকারা খোলামেলা দৃশ্যে অভিনয় করছেন। ওটিটিতে যা দেখানো হয় তা ঠিক নয়। অবশ্যই ওটিটি-তেও সেন্সার থাকা উচিত।'