সলমনের জন্মদিনে জামনগরে জমকালো আয়োজন, আমন্ত্রণ জানালেন আম্বানিরা

Published : Dec 28, 2024, 11:59 AM IST
সলমনের জন্মদিনে জামনগরে জমকালো আয়োজন, আমন্ত্রণ জানালেন আম্বানিরা

সংক্ষিপ্ত

সলমন খানের জন্মদিন উদযাপন মুকেশ আম্বানির পরিবারের সাথে।

সলমন খান নিজের জন্মদিন উদযাপন করলেন মুকেশ আম্বানির পরিবারের সাথে। সলমন খানের মুকেশ আম্বানি পরিবারের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। ভারতের এই ধনকুবের ব্যক্তির প্রতিটি অনুষ্ঠানে ভাইজান উপস্থিত থাকেন। সলমনের জন্মদিনে আম্বানি পরিবার তাকে একটি বিশেষ উপহার দিয়েছে। দিনটি কেটেছে একেবারে অন্যরকম ভাবে। প্রতি বছরই ভাইজান জন্মদিন কাটান বিশেষ ভাবে। তবে, এবারের পার্টি ছিল সবের থেকে আলাদা।

জানা গিয়েছে সালমান খানের জন্য বুক করা হয়েছে ব্যক্তিগত বিমান। ২৭ ডিসেম্বর ছিল বলিউডের দাবাং খানের জন্মদিন। মুম্বাইয়ে বোন অর্পিতা এবং ভাগ্নি আয়াতের সাথে তিনি পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে জন্মদিন উদযাপন করেছিলেন। ২৭ ডিসেম্বর রাতে মুকেশ আম্বানি এবং পরিবার সুপারস্টারের জন্মদিন উদযাপন করে। এর জন্য আম্বানি এবং খান পরিবার গুজরাটের জামনগরে গিয়েছিলেন। সেখানে রাতে সালমান খানের জন্মদিন জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়। এই উপলক্ষে আম্বানির বাড়িতে অসাধারণ আতশবাজি প্রদর্শন করা হয়। আকাশ রঙিন আলোয় আলোকিত হয়। আম্বানি পরিবারের বাড়ির বাইরে লেখা ছিল, শুভ জন্মদিন ভাই। সব মিলিয়ে দিনটি ছিল একেবারে আলাদা। এই দিন বিশেষ ভাবে কাটান এই দিনটি। সদ্য ভাইজানের জন্মদিনের পার্টি দিলেন আম্বানি পরিবার। পরিবারের সঙ্গে এই প্রথম একবারে ভিন্ন ভাবে কাটান সকলে। ভাইজানের জন্মদিনে পার্টিতে দিন কাটে ভিন্ন ভাবে। 

 


আপডেট চলছে

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Basant Panchami 2026: সরস্বতী পুজোর দিন চালাতে পারেন এই ছয়টি বলিউড গান, দেখে নিন কী কী
প্রথম দিনেই ধাক্কা খেল বর্ডার ২, সানি দেওলের ছবির শো বাতিল, কিন্তু কেন?