সলমনের জন্মদিনে জামনগরে জমকালো আয়োজন, আমন্ত্রণ জানালেন আম্বানিরা

সলমন খানের জন্মদিন উদযাপন মুকেশ আম্বানির পরিবারের সাথে।

সলমন খান নিজের জন্মদিন উদযাপন করলেন মুকেশ আম্বানির পরিবারের সাথে। সলমন খানের মুকেশ আম্বানি পরিবারের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। ভারতের এই ধনকুবের ব্যক্তির প্রতিটি অনুষ্ঠানে ভাইজান উপস্থিত থাকেন। সলমনের জন্মদিনে আম্বানি পরিবার তাকে একটি বিশেষ উপহার দিয়েছে। দিনটি কেটেছে একেবারে অন্যরকম ভাবে। প্রতি বছরই ভাইজান জন্মদিন কাটান বিশেষ ভাবে। তবে, এবারের পার্টি ছিল সবের থেকে আলাদা।

জানা গিয়েছে সালমান খানের জন্য বুক করা হয়েছে ব্যক্তিগত বিমান। ২৭ ডিসেম্বর ছিল বলিউডের দাবাং খানের জন্মদিন। মুম্বাইয়ে বোন অর্পিতা এবং ভাগ্নি আয়াতের সাথে তিনি পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে জন্মদিন উদযাপন করেছিলেন। ২৭ ডিসেম্বর রাতে মুকেশ আম্বানি এবং পরিবার সুপারস্টারের জন্মদিন উদযাপন করে। এর জন্য আম্বানি এবং খান পরিবার গুজরাটের জামনগরে গিয়েছিলেন। সেখানে রাতে সালমান খানের জন্মদিন জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়। এই উপলক্ষে আম্বানির বাড়িতে অসাধারণ আতশবাজি প্রদর্শন করা হয়। আকাশ রঙিন আলোয় আলোকিত হয়। আম্বানি পরিবারের বাড়ির বাইরে লেখা ছিল, শুভ জন্মদিন ভাই। সব মিলিয়ে দিনটি ছিল একেবারে আলাদা। এই দিন বিশেষ ভাবে কাটান এই দিনটি। সদ্য ভাইজানের জন্মদিনের পার্টি দিলেন আম্বানি পরিবার। পরিবারের সঙ্গে এই প্রথম একবারে ভিন্ন ভাবে কাটান সকলে। ভাইজানের জন্মদিনে পার্টিতে দিন কাটে ভিন্ন ভাবে। 

 

Latest Videos


আপডেট চলছে

Share this article
click me!

Latest Videos

'বাবলা শেষ, আর নন্দু হাফ শেষ' মালদায় বাবলা সরকার খুনে বড় মাথা কে? দেখুন | Malda News | TMC
টাকা নিয়ে বিবাদের জেরে নিজের মাকেই আক্রমণ ছেলের! পার পেলো না ভাইও চাঞ্চল্য Baruipur-এ
PM Modi Live : প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী | Asianet News Bangla
'কুয়োর ব্যাঙ! ভারত চাইলে একদিনেই বাংলাদেশকে...!' বিস্ফোরক ববি | Firhad Hakim | Bangladesh
সধবাকে বিধবা বানিয়ে ভাতা! জানাজানি হতেই পালাল তৃণমূল নেতা, চাঞ্চল্য শান্তিপুরে | Shantipur | Nadia