টাইগার ৩ দেখতে গিয়ে ভক্তদের উচ্ছাসের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সিনেমা হলের মধ্যে আতশবাজি পুড়িয়ে উচ্ছাশ প্রকাশ একদল সলমন ভক্তদের। ভক্তদের কাণ্ডে হতবাক সলমন খান।
টাইগার ৩ দেখতে গিয়ে ভক্তদের উচ্ছাসের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তারই মধ্যে ভাইরাল হয়েছে একটি সাংঘাতিক ভিডিও। সিনেমা হলের মধ্যে আতশবাজি পুড়িয়ে উচ্ছাশ প্রকাশ একদল সলমন ভক্তদের। ভিডিওর কথা শুনেই ভক্তদের সাবধান করেছেন সলমন খান। সংযত হওয়ার পরামর্শ ভাইজনের।