সূত্র থেকে পরে জানা যায়, কোনও এক বিশেষ কারণের জন্যই সেই বিয়ে ভেঙে যায় এবং সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেন সঙ্গীতা। একসময় সংবাদমাধ্যমের সামনে সঙ্গীতা বলেছিলেন, সলমন তাকে প্রতারণা করেছেন। প্রেমিক হওয়ার যোগ্য নন অভিনেতা। তবে বর্তমানে মান-অভিমান ভুলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সলমন-সঙ্গীতার।