ভালবাসা একটুও কমেনি প্রাক্তনের প্রতি, জন্মদিনে সঙ্গীতাকে জড়িয়ে ধরে চুম্বন সলমনের, রইল ছবি

Published : Dec 27, 2022, 12:22 PM ISTUpdated : Dec 27, 2022, 12:23 PM IST

৫৭-তে পা দিলেন বলিউডের ভাইজান সলমন খান। সলমনের জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানি। গাঢ় নীল রঙের ড্রেসে পার্টিতে নজর কেড়েছেন সঙ্গীতা বিজলানি। প্রেমিকাকে আদুরে চুম্বনে ভরিয়ে দিয়েছেন ভাইজান। ছবি নিমেষে ভাইরাল হয়েছে। 

PREV
19

 ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। প্রিয় ভাইজানকে সকলেই শুভেচ্ছা জানিয়েছেন। প্রতিবারের মতো মাঝরাত থেকে চলল সেলিব্রেশন। কাছের বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়েই চলল জন্মদিন সেলিব্রেশন।

29


৫৭-তে পা দিলেন বলিউডের ভাইজান সলমন খান। কালো টি-শার্ট ও কালো প্যান্ট পরে ধরা দিলেন ভাইজান। মিডিয়ার সঙ্গে কেক কেটে তাদের ধন্যবাদও জানালেন ভাইজান। ভাইজানের জন্মদিনের পার্টিতে চাঁদের হাট বসেছিল।
 

39

 সলমনের জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানি। গাঢ় নীল রঙের ড্রেসে পার্টিতে নজর কেড়েছেন সঙ্গীতা বিজলানি। প্রেমিকাকে আদুরে চুম্বনে ভরিয়ে দিয়েছেন ভাইজান।

49

হাজারো তারকার ভিড়ে নজর কেড়েছেন প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানি। গাঢ় নীল রঙের শর্ট ড্রেস পরে সলমনের পার্টিতে হাজির হয়েছিলেন সঙ্গীতা বিজলানি। প্রাক্তন প্রেমিকাকে দেখে  নিজেকে সামলাতে পারেননি অভিনেতা।

59


প্রাক্তনের প্রতি যে ভালবাসা একটুও কমেনি তা ফের প্রমাণ দিলেন ভাইজান। নিজের জন্মদিনের দিন প্রাক্তনকে জড়িয়ে ধরে চুম্বন করলেন সলমন খান। ইতিমধ্যেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। 
 

69

বি-টাউনের মোস্ট পপুলার  লাভারবয়ের প্রেমে হাবুডুবু খেয়েছেন তাবড় তাবড় অভিনেত্রীরাও। কেরিয়ার যখন মধ্যগগণে,তখনই একের পর এক বিতর্কে নাম জড়িয়েছে বলিউডের ভাইজানের। প্রেমিকাদের তালিকায় সবার আগে রয়েছে সঙ্গীতার নাম।
 

79

অভিনেত্রী  সঙ্গীতা বিজলানির সঙ্গে বেশ সিরিয়াস সম্পর্কে ছিলেন সলমন, যা নিয়ে পেজ থ্রি-র পাতাও সরগরম ছিল। সূত্রের খবর, ১৯৯৪ সালে ২৭ মে বিয়ের ডেটও পাকা হয়ে গিয়েছিল সলমন-সঙ্গীতার। 

89

সূত্র থেকে পরে জানা যায়,  কোনও এক বিশেষ কারণের জন্যই সেই বিয়ে ভেঙে যায় এবং সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেন সঙ্গীতা। একসময় সংবাদমাধ্যমের সামনে সঙ্গীতা বলেছিলেন, সলমন তাকে প্রতারণা করেছেন। প্রেমিক হওয়ার যোগ্য নন অভিনেতা। তবে বর্তমানে মান-অভিমান ভুলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সলমন-সঙ্গীতার।

99


ভালবাসা যে একটুও কমেনি তা সালমান খান এবং সঙ্গীতা বিজলানির ছবিতেই প্রমাণ পাওয়া গেছে। একে অপরের প্রতি সমবেদনা এবং ভালবাসার প্রতি যে এখনও শ্রদ্ধা রয়েছে তা যেন আবারও প্রমাণ করে দিলেন বলিউডের প্রাক্তন তারকা জুটি।
 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories