সিকন্দর মুক্তি পেতেই বিশেষ বার্তা সলমনের, হাত জোড় করে করলেন বিশেষ অনুরোধ

সংক্ষিপ্ত

মুক্তি পেল সিকন্দর, দর্শকদের জন্য ভাইজানের বিশেষ বার্তা। বিতর্ক থেকে দূরে থাকতে চান সলমন। ছবি মুক্তির আগে বা পরেও কোনও বিতর্ক চান না তিনি।

সদ্য মুক্তি পেল সিকন্দর। ইদে ফের দর্শকদের চমক দিলেন ভাইজান। এবার ছবি মুক্তির আগেই দিলেন বিশেষ বার্তা। হাত জোড় করলেন দর্শকদের সামনে। করলেন বিশেষ অনুরোধ।

সদ্য সলমন বলেন, আমার কোনও বিতর্ক চাই না। আমি অনেক সময় বিতর্কের মধ্যে দিয়ে গিয়েছি। আমার আর বিতর্ক চাই না। আমার মনে হয় না বিতর্ক গিয়ে কোনও ছবি সাফল্য পায়।… আমি এও দেখেছি বিতর্কের কারণে শুক্রবার ছবির মুক্তির পাওয়ার কথা। সেটা গিয়ে পরের মঙ্গলবার মুক্তি পেয়েছে। আমরা সেটা চাই না। প্রথম ৩-৪ দিন পেরিয়ে যেতে দিন। ছবিটি মুক্তি পাক। এমনকি ছবি মুক্তির পরেও আমি কোনও বিতর্ক চাই না।

Latest Videos

৩০ তারিখ মুক্তি পেয়েছে সিকন্দর। মুক্তি আগেই বিপাকে পড়ল এই ছবি। মুক্তির কয়েক ঘন্টা আগেই অনলাইনে ফাঁস হয়ে গিয়েছিল সিকন্দর। ট্রেড অ্যানালিটিক্স কোমল নাহতা ট্যুইটে লিখেছেন, এটা যে কোনও প্রযোজকদের কাছে বড় দুঃস্বপ্ন। থিয়েটারে ছবি মুক্তি পাওয়ার আগেই অনলাইনে ছবিটি ফাঁস হয়ে যাওয়া। দুঃখের সঙ্গে জানাচ্ছি। সাজিক নদিয়াওয়ালার শেষ ছবির সিকন্দর -র সঙ্গেও এটাই হয়েছিল। ফাঁস হয়ে যায় ছবিটি। মোট ৬০০টি সাইট থেকে অনলাইন ভার্সনটা মুছে ফেলা হয়েছে। আশা করা যাচ্ছে, এবার তা আর প্রভাব ফেলবে না ছবির ব্যবসায়।

এভাবে নতুন ছবি ঘিরে তৈরি হয়েছে নানান বিতর্ক। আর এই বিতর্ক চুপ করাতে নিজেই হাত জোড় করলেন সকলের সামনে। ইদে মুক্তি পেল ছবিটি। এই সিকন্দর ছবিটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। ছবিতে ভাইজানের বিপরীতে আছেন রশ্মিকা মান্দানা ও কাজল আগরওয়াল। সিনেমায় খলনায়কের ভূমিকায় আছেন সত্যরাজ। প্রথম দিনেই বেশ ভালো ব্যবসা করেছে ছবিটি। সাধারণত ইদ ও দিওয়ালিতে ভাইজানের ছবি মুক্তি পায়। এই বছরেও ভাইজানের সিনেমা মুক্তি পেল ইদে। প্রথম দিনেই জমিয়ে ব্যবসা করেছে ছবিটি। অনেকেরই ধারণা এই ছবিটি গড়বে রেকর্ড।

 

Share this article
click me!

Latest Videos

‘ছিঃ মমতা! হিন্দু ধর্মকে নোংরা ধর্ম বলেন!’ মমতাকে চরম ধিক্কার শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari |
বিজেপির কালীঘাট চলো অভিযানে তুলকালাম, লকেটকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলল পুলিশ