
সদ্য দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এ হাজির হয়েছিলেন সলমন খান। সেখানে এসে এক বিশেষ মন্তব্য করেন সলমন। অনুষ্ঠানে সুনীল গ্রোভার, কিকু শারদা এবং কৃষ্ণা অভিষেকের অভিনয় উপভোগ করেন সলমন। তেমনই কপিল শর্মা, নভজ্যোত সিং সিধু ও অর্চনা পুরান সিং-র সঙ্গে আন্তরিক কথোপকথোন করেন। সেখানে নিজের স্বাস্থ্য জটিলতা নিয়ে মন্তব্য করেন। তেমনই কেন তিনি অবিবাহিক আছেন, সে কথাও বলেন।
অর্চনা যখন সলমনকে জিজ্ঞাসা করেন যে কেন তিনি বিয়ে করছেন না? উত্তরে সলমন বলেন, আমার বিয়ে কারও জীবনে কী পার্থক্য আনবে? ব্যাপারটা হল ধৈর্য। সেই ঝগড়া, স্বামী-স্ত্রী একে অপরের জন্য ত্যাগ স্বীার করে, সহনশীলতার কোনও অস্তিত্ব নেই। আজকাল নাক ডাকা বা ছোটখাটো ভুল বোঝাবুঝির কারণে মানুষের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।
এরপর কপিল শর্মা সলমন খানকে তার কপিল শর্মা সলমন খানকে তার বিয়ের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করেন। উত্তরে অভিনেতা বলেন, স্ত্রী যদি তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে? তিনি তার কষ্ট করে অর্জিত সম্পদ হারাতে চান না। তিনি আরও বলেন, ৫৯ বছর বয়সে, বেশ কয়টি স্বাস্থ্য সমস্যা নিয়ে, তার সমস্ত সম্পদ পুনর্নির্মান করার শক্তি তার নেই, যদি তার স্ত্রীর অর্ধেক নেওয়ার সিদ্ধান্ত নেয়?
তিনি বলেন, ট্রাইজেমিনাল নিউরালজিয়া নিয়ে কাজ করতে করতে আমার হাড় ভেঙে গিয়েছে। মস্তিষ্কে অ্যানিউরিজম এবং এভি ম্যালফরমেশন থাকা সত্ত্বেও আমি কাজ করছি। আমি অ্যাকশন করি, হাঁটতে পারি না, তবুও নাচছি। এসব আমার জীবনে চলছে।
এরই সঙ্গে বিচ্ছেদ নিয়ে বিশেষ মন্তব্য করেন। তিনি, মেয়েদের কর্মকাণ্ড নিয়ে তিনি যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, যে মুহূর্তে তাদের মেজাজ খারাপ হয়ে যাবে, তারা আমাদের উপার্জনের অর্ধেক নিয়ে চলে যাবে। এটা যদি আমি ছোট থাকতে হতো, তাহলে ভালো হত। সস্পত্তি হাফ চলে গেলেও ভাবতাম না, আমি আরও বেশি অর্থ উপার্জন করতে পারতাম, কিন্তু এখন আর তা করা সম্ভব হবে না।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।