সলমন খান বহুদিন ধরে রয়েছেন চর্চায়। বাবা সিদ্দিকির নির্মম হত্যার পর অভিনেতা আছে ভয়ে। মানসিক ভাবে ভেঙে পড়েছেন। তারপরেও তাঁকে বিগ বসের ঘরে নিয়মিত দেখা যাচ্ছে।
210
বিগ বসের মঞ্চে অনেক রকম বিষয় আলোচনা হয়। যা উঠে আসে খবরে। এবার বিগ বসের মঞ্চে জেল নিয়ে মন্তব্য করলেন সলমন।
310
বিগ বসের ঘরে রজত দালাল এবং শাহজাদা ধামির মধ্যে সমস্যা চলছে। কিন্তু, ভাইজানের কাছে সব কিছুই ফিকে। এই সময় রজতে বলতে শোনা যায়, তিনি লড়াই বাড়াতে চান না। কিন্তু, চাইলে কাউকে দিয়ে ক্ষমা চাওয়াতে পারেন।
410
এই শুনে ভাইজান বলেন, আপনি ভালো বেশ। আপনি সবাইকে দিয়ে ক্ষমা চাওয়াতে চান। এরপরই রজত বলেন, শেহজাদাকে ধমকি দিতে কোনও কন্ট্যাক্ট তিনি ব্যবহার করেননি। কিন্তু, শেহজাদা সেটা করেছে।
510
তখন সলমন বলেন, কোনওদিন জেলে গিয়েছেন আপনি? উত্তরে রজত বলেন, হ্যাঁ বেশ কয়েকবার আমি গিয়েছি কিন্তু অল্প সময়ের জন্য।
610
উত্তরে ভাইজান বলেন, আমিও গিয়েছি অনেকবার। কিন্তু অনেক বেশি সময়ের জন্য। এটা তো বিগবসের ঘর। এখানে কী হয়, আমি সেটা জানি। আর এটাও জানি ওখানে কী হয়। পার্থক্য আমাক বোঝা হয়ে গিয়েছে। তাই, এসব ধমকি দেওয়া বন্ধ করুন।
710
এভাবে সলমন খান সকলের সামনে স্বীকার করলেন নিজের জেলে যাওয়ার কথা।
810
এদিকে বাবা সিদ্দিকির মৃত্যুর পর সিকিউরিটি বাড়িয়েছেন সলমন। তিন শিফটে ৬০ থেকে ৭০ জন সিকিওরিটি আছে তাঁর।
910
তেমনই কিনেছেন বুলেট প্রুফ কার। ২ কোটি টাকা খরচ করে গাড়ি কিনেছেন ভাইজান। এই সব নিয়ে বারে বারে খবরে আসছেন সলমন খান।
1010
এদিকে আসন্ন ছবি সিংঘম রিটার্নসে ক্যামিও চরিত্রে দেখা দিতে চলেছেন ভাইজান।