
ফের খবরে সলমন খান। এবার কোনও ছবির কাজ নয়। বরং, সকলের মনের প্রশ্ন দূর করলেন তিনি। জানালেন কবে বিয়ে করছেন। বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর তিনি। একের পর এক প্রেমে জড়িয়েছেন। কিন্তু কোনও প্রেমই বিয়ে পর্যন্ত যায়নি। বয়স বাড়তে বাড়তে ৫৯-এ পৌঁছে গিয়েছে। তবে, এখন চিরকুমার তকমা নিয়ে ঘুরছেন অভিনেতা। এবার এই তকমা ঘুচতে চলেছে। এমনই ইঙ্গিত দিলেন ভাইজান।
সদ্য ভগ্নিপতির জন্মদিনেই এই আভাস দিয়েছিলেন। তিনি বলেছিলেন, একদিন তিনিও শ্রেষ্ঠ স্বামী ও বাবা হবেন। এবার উষ্কে দিলেন সেই জল্পনা। সদ্য প্রাক্তন বান্ধবী সঙ্গীতা বিজলানির জন্মদিন পার্টিতে উপস্থিত হন ভাইজান। দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তাঁরা। সেই জন্মদিন পার্টিতে সলমনকে দেখা যায় এক খুদের সঙ্গে। মায়ের কোলে ছিল সেই একরত্তি। কিন্তু, এই বয়সেই সেই বুঝতে পারে, সামনে একে দাঁড়িয়েছেন সলমন। তাই ভাইজানকে দেখেই আনন্দে হাসতে থাকে শিশুটি। অনুরাগীদের বক্তব্য, ছোট থেকেই এই শিশু সলমনের ভক্ত হয়ে উঠেছে।
এই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও দেখে কেউ বলেন, বাবা হওয়ার জন্য প্রস্তুত তিনি। কেউ বলেন, সত্যিই এবার বিয়ে করে সংসার পাতা উচিত তাঁর।
প্রসঙ্গত, সঙ্গীতার সঙ্গে সলমনের সম্পর্ক ছিল দীর্ঘদিনের। তাদের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। কার্ডও ছাপা হয়ে গিয়েছিল। কিন্তু সে বিয়ে ভেঙে যায়। ভাইজান নিজেই বলেছিলেন, তিনি প্রতারণা করেছিলেন বলেই বিয়ে ভেঙেছিল। বর্তমানে প্রায়শই সঙ্গীতার সঙ্গে দেখা যাচ্ছে সল্লুকে। অনেকেরই আন্দাজ পুরনো সম্পর্ক জোড়া লেগেছে। প্রায়শই বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা যাচ্ছে তাঁদের। এর থেকেই সকলের মনে জেগেছে এই প্রশ্ন। এক সময় বলিউড চর্চার বিষয় ছিল সঙ্গীতা ও সলমন। বয়সের সঙ্গীতার থেকে ছোট সলমন। তবে, সঙ্গীতা বিজলানিকে দেখলে বোঝা দায় যে তিনি ৬৫-তে পা রেখেছেন। তাঁর গ্ল্যামার এখনও যে কোনও তরুণীকে টেক্কা দিতে পারে। সদ্য তাঁরই জন্মদিন পার্টিতে উপস্থিত হন ভাইজান।