২৬/১১ হামলায় পাকিস্তান জড়িত ছিল না, সলমনের মন্তব্য ঘিরে জোর বিতর্ক

Published : Nov 28, 2024, 11:32 AM IST
Salman Khan Viral Video

সংক্ষিপ্ত

২৬/১১ হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন সলমন খান। তিনি বলেছেন, ধনী এবং প্রভাবশালী ব্যক্তিরা টার্গেটে থাকায় এই হামলা নিয়ে এত আলোচনা হয়েছে। ট্রেন ও ছোট শহরে হামলার কথা কেউ মনে রাখেনি।

২৬ নভেম্বর ২০০৮ সাল, দিনটি সকলের কাছে স্মরণীয়। সেই ভয়াবহ সন্ত্রাসী হামলার কথা সহজে ভোলার নয়। এবার এই নিয়ে বিতর্কীত মন্তব্য করলেন ভাইজান। তিনি বললেন, ২৬/১১ হামলা নিয়ে অনেক আলোচনা হয়েছে কারণ ধনী ও প্রভাবশালী মানুষ টার্গেট ছিলেন। কিন্তু, ট্রেন ও ছোট শহরে যখন হামলা হয়েছিল, তা নিয়ে কেউ তেমনই আলোচনা করেনি। এটা সন্ত্রাসী হামলা ছিল, পাকিস্তান সরকার এতে জড়িত ছিল না। আমাদের নিরাপত্তা ব্যবস্থাই ব্যর্থ হয়েছিল।

এই ভিডিও মুহূর্তে হয়েছে ভাইরাল। তারপর ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। একজন মন্তব্য করেছেন, সলমন বলেছেন ২৬/১১ হামলা পাকিস্তান জড়িত ছিল না। ভারতেই এটি ঘটানো হয়েছে। অথচ আমরা এমন মানুষের সিনেমা দেখতে যাই।

অপরজন লেখেন, ভারতে থাকেন, কিন্তু মন থেকে পাকিস্তানি। যার এদের সমর্থন করে, তারা বোকার স্বর্গে বাস করছে।

২০০৮ সালে ঘটেছিল এই ঘটনা। পাকিস্তান থেকে আসা সন্ত্রাসীরা হামলা করেছিল মুম্বইয়ে। লস্কর-এ-তৈবা-র ১০ সন্ত্রাসী মুম্বইয়ের তাল হোটেল এবং অন্যান্য বেশ কিছু জায়গায় হামলা করেছিল। মারা গিয়েছিল ১৬৬ জন। ৯ সন্ত্রাসবাদীকে হত্যা করেছিল নিরাপত্তা বাহিনী। শুধু জীবিত ছিল একজন। আজনল আমির কাসভ। পরে তাকে ফাঁসি দেওয়া হয়। সে পাকিস্তানের ফারিদকোট জেলার দীপালপুরের বাসিন্দা। সে গ্রেফতার হওয়ার পর বলেছিল, আমি অনেক ভুল করেছি। আল্লাহ আমাকে এই কাজের জন্য কখনও মাফ করবে না। জানা গিয়েছে, মুম্বইয়ে নিরপরাধ মানুষকে হত্যার পর সে অনুতপ্ত ছিল। এবার সেই ঘটনা নিয়ে মন্তব্য করে বিতর্ক তৈরি করলেন সলমন। 

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

কে এই মল্লিকা প্রসাদ? রানী মুখার্জির মর্দানি ৩-এর নতুন ভিলেন ‘আম্মা’কে দেখলে চমকে যাবেন
দিশা পাটানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এক পাঞ্জাবি গায়ক! কে এই তালবিন্দর?