কোটি কোটি টাকার ডিল, কত টাকায় ফ্ল্যাট বিক্রি করলেন জানেন? ভাইজানের ফ্ল্যাটের মূল্য শুনলে চমকে উঠবেন

Published : Jul 17, 2025, 12:10 PM IST

সলমন খান মুম্বইয়ের বান্দ্রা পশ্চিমে নিজের একটি ফ্ল্যাট ৫.৩৫ কোটি টাকায় বিক্রি করেছেন। শিব আস্থান হাইটস-এ অবস্থিত এই ফ্ল্যাটটির সঙ্গে তিনটি গাড়ি পার্কিংয়ের জায়গাও রয়েছে।

PREV
110

ফের খবরে সলমন খান। তবে, এবার কোনও ছবির কাজ বা কোনও ব্যক্তিগত জটিলতা নয়। এবার ভাইজান খবরে এলেন একেবারে ভিন্ন কারণে।

210

বাড়ি বিক্রি খবরে এলেন ভাইজান। একটি ফ্ল্যাট বিক্রি করে ভাইজান কত টাকা পেয়েছেন শুনলে চমকে যাবে।

310

মুম্বইয়ের বান্দ্রা পশ্চিমে নিজের একটি ফ্ল্যাট ৫.৩৫ কোটি টাকায় বিক্রি করেছেন সলমন। ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন-র সরকার ওয়েবসাইটে প্রাপ্ত সম্পত্তি নথি থেকেই এই খবর বাইরে বেরিয়েছে।

410

রিয়েল এস্টেট বা সম্পত্তি কেনাবেচা সংক্রান্ত প্ল্যাটফর্ম স্কোয়্যার ইয়ার্ডস এই তথ্য পর্যালোচনা করে জানিয়েছে, সম্পত্তি হাতবদলের চুক্তিটি ২০২৫ সালের জুলাই মাসে সরকারি ভাবে নথি ভুক্ত করা হয়েছে।

510

সলমন বিক্রি করে দেওয়া সেই ফ্ল্যাটটি অভিজাত আবাসন শিব আস্থান হাইটস-এ অবস্থিত। এর বিল্ট আপ এলাকা ১২২.৪৫ বর্গমিটার।

610

চুক্তির সঙ্গে তিনটি গাড়ি পার্কিংয়ের জায়গাও অন্তর্ভুক্ত রয়েছে।

710

জানা গিয়েছে, এই লেনদেনের জন্য ৩২.০১ লক্ষ টাকা স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার টাকা রেজিস্ট্রেশন চার্জ মেটাতে হয়েছে। সব মিলিয়ে প্রায় সাড়ে ৫ কোটি টাকায় বিক্রি হয়েছে ফ্ল্যাটটি।

810

এছাড়াও মুম্বই-এ বাড়ি আছে সলমনের। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকেন তিনি। রয়েছে পানভেলের ফার্মহাউস।

910

মুম্বইয়ের বান্দ্রা পশ্চিমের এই ফ্ল্যাটটিতে সেভাবে সলমনকে থাকতে শোনা যায়নি। তিনি মূলত গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকেন নিজের পরিবারের সঙ্গে।

1010

অনেকের আন্দাজ সে ভাবে ব্যবহার না হওয়ার কারণে ভাইজান বিক্রি করে দিলেন ফ্ল্যাটটি। সব মিলিয়ে প্রায় সাড়ে ৫ কোটি টাকায় বিক্রি হয়েছে ফ্ল্যাটটি।

Read more Photos on
click me!

Recommended Stories