চতুর্থ বিয়ের ইচ্ছা অভিনেতা সঞ্জয় দত্তের, স্বপ্নের নারীর নাম শুনলে চমকে যাবেন

সঞ্জয় দত্তের ব্যক্তিগত জীবন নিয়ে ফের বিতর্ক। এক সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোনকে চতুর্থ স্ত্রী হিসেবে কল্পনা করেছেন তিনি। এই মন্তব্য ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে।

সঞ্জয় দত্তের ব্যক্তিগত জীবন এক সময় ছিল বলিউডের সেরা টপিক। তাঁর প্রেমিকার সংখ্যা থেকে শুরু করে তাঁর জীবনে আছে নানান বিতর্ক।

বর্তমানে তিনি যদিও তৃতীয় স্ত্রী মান্যতার সঙ্গে সুখে সংসার করছেন। তাঁর জীবনের এই সকল বিতর্ক নিয়ে ইতিমধ্যে ছবিও তৈরি হয়েছে। সঞ্জয় দত্তের বায়োপিক বেশ হিটও করেছিল। তিনটি বিয়ে করেছেন অভিনেতা সঞ্জয় দত্ত। তাঁর প্রেমিকার সংখ্যা তিনি নিজেও মনে রাখেননি- এমনই দাবি করা হয় বায়োপিকে। সে যাই হোক, অভিনেতা সঞ্জয় দত্তের প্রথম স্ত্রী রিচা শর্মা। ১৯৯৬ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা যান রিচা। ১৯৯৮ সালে বিমান সেবিকা রিয়া পিল্লাইকে বিয়ে করেন অভিনেতা সঞ্জয় দত্ত। সেই বিয়ে সফল হয়নি। কয়েক বছরের মধ্যে বিয়ে ভাঙে অভিনেতা সঞ্জয় দত্ত ও রিয়া পিল্লাই-র। তারপর ২০০৮ সালে বিচ্ছেদের পথে হাঁটেন। ২০০৮ সালেই বিয়ে করেন মান্যতাকে। ২০১১ সালে তাঁদের যমজ সন্তান হয়।

Latest Videos

এবার ফের সম্পর্ক নিয়ে বিতর্কে জড়ালেন সঞ্জয় দত্ত। এক সাক্ষাৎকারে তিনি বলেন, বয়স কম হলে দীপিকাই আমার চতুর্থ স্ত্রী হত। এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাঁর বয়স আর একটু কম হলে দীপিকাই হতেন তাঁর চতুর্থ স্ত্রী। অভিনেত্রীর সৌন্দর্যে নাকি কুপোকাত তিনি। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, খল নায়ক ছবির ‘চোলি কে পিছে’ গানে মাধুরীর জায়গায় তিনি কাকে দেখতে চান? সঙ্গে সঙ্গে দীপিকার নাম নিয়েছিলেন তিনি। এখানেই থামেননি তিনি। দীপিকার ভূয়সী প্রশংসা করতে শুরু করেন সঞ্জয়। তার পরেই জানান, তাঁর বয়স সামান্য কম হলে দীপিকাই তিনি বিয়ে করতেন।

 

মুহূর্তে ভাইরাল হচ্ছে এই ভিডিও। যা সকলের নজর কাড়ে। এই নিয়ে সকলেই খারাপ মন্তব্য করেন সকলে। কেন দীপিকাকে নিয়ে মন্তব্য করলেন অনেকের বক্তব্য এই মন্তব্য করে নিজের স্ত্রী মান্যতা এবং অভিনেত্রী দীপিকা দুজনকেই অপমান করেছেন অভিনেতা সঞ্জয় দত্ত।

এদিকে সদ্য মা হয়েছেন দীপিকা। তাঁর ও রণবীর সিং-র সংসারে এসেছে দুয়া। ছোট শিশু কন্যার নাম দুয়া রাখাতেও শুরু হয় বিতর্ক। অনেকেই নানান মন্তব্য করেন। তবে, তাতে কান দেননি তারকা জুটি। এদিকে মেয়ের কারণে আপাতত কাজ থেকে দূরে আছেন নায়িকা। কদিন আগে দিলজিৎ দোসঞ্জের কনসার্টে দেখা গিয়েছিল তাঁকে। সাদা শার্ট আর ঢিলে জিন্সে উপস্থিত হন। মা হওয়ার পর যে তার চেহারায় পরিবর্ত এসেছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আপাতত মেয়েকে নিয়ে ব্যস্ত। কদিন আগে তাঁর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নজর কাড়। তিনি লেখেন, ২০২৪ সালে জন্ম দেওযা মায়েরা মনে রাখবেন.. আপনি যখন বছরের শেষে সবার হাইলাইট রিল দেখেন, মনে রাখবেন আপনার শরীর বেড়েছে এবং এই বছর একটি সম্পূর্ণ মানুষের জন্ম দিয়েছে। এর ওপর কিছুই নেই। তাঁর এই পোস্ট মুহূর্তে হল ভাইরাল।

 

Share this article
click me!

Latest Videos

চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মেয়েদের সঙ্গে কুকর্ম! ধরা পড়লো হাতেনাতে! চাঞ্চল্য Nadia-এ, দেখুন
অবশেষে নির্ধারিত হলো RG Kar মামলার রায় ঘোষণার দিন! শেষ পরিণতি কী হবে, অপেক্ষায় পুরো রাজ্য | RG Kar
‘৫০% মুসলমান হলে West Bengal-এর অবস্থাও Bangladesh-এর মতো হবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
তেড়ে এলেন আরাবুল, তুমুল উত্তেজনা! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত ভাঙড় | Bhangar News Today
'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর | Adhir on Mamata