
পাকিস্তানে জলসংকট চরমে পৌঁছেছে। করাচি বিমানবন্দরের শৌচালয়ে একফোঁটা জলও নেই—এমন অভিযোগ তুলেছেন পাকিস্তানি অভিনেত্রী হিনা বয়াত। তিনি একটি ভিডিওর মাধ্যমে এই পরিস্থিতি তুলে ধরেন, যা দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
করাচি বিমানবন্দরের কোনও শৌচালয়ে জল নেই, ফলে সাধারণ যাত্রীরা চরম অসুবিধার মুখে পড়ছেন। পাকিস্তানি অভিনেত্রী হিনা বয়াত এই পরিস্থিতির ভিডিও শেয়ার করার পর তা দ্রুত ভারতের সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেক ভারতীয় নেটিজেন কটাক্ষ করে মন্তব্য করেছেন, “পাকিস্তানের মানুষ এখন জলের জন্য হাহাকার করছে।” ভিডিওতে হিনা বলেন, “আজ ইয়ায়ুম-এ-তকবীর—যে দিনটিকে আমরা পাকিস্তানের গৌরবের প্রতীক হিসেবে উদ্যাপন করি। অথচ আজ আমি করাচি বিমানবন্দরে দাঁড়িয়ে দেখছি, একটি শৌচালয়েও জল নেই।”
হিনা বয়াত বিমানবন্দরে যাত্রীদের নানা সমস্যার কথাও তুলে ধরেছেন। তিনি বলেন, “অনেকেই নামাজের আগে ওজু করতে বা শিশুদের প্রয়োজন মেটাতে শৌচালয়ে যাচ্ছেন, কিন্তু সেখানে একফোঁটা জলও নেই। আমাদের বিমানবন্দর এবং প্রশাসনের এই করুণ অবস্থা কীভাবে হলো? কেউই এই ব্যর্থতা স্বীকার করতে চায় না। অথচ এই ভুলগুলো সংশোধন করা জরুরি। একের পর এক নতুন প্রকল্প নেওয়া হচ্ছে, নতুন ট্রেন চালুর পরিকল্পনা হচ্ছে, অথচ আন্তর্জাতিক বিমানবন্দরে জলের মতো মৌলিক চাহিদা পূরণ হচ্ছে না। এটা অত্যন্ত লজ্জাজনক ও দুর্ভাগ্যজনক।”
১৯৯৮ সালের ২৮ মে ইসলামাবাদে প্রথমবার পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালায় পাকিস্তান। সেই উপলক্ষে দিনটিকে ‘ইয়ায়ুম-এ-তকবীর’ নামে জাতীয় দিবস হিসেবে পালন করা হয়।
এদিকে, পহেলগাঁও হামলার ঘটনার পর ভারত পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদী জলবণ্টন চুক্তি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।