সুহানাকে বিশেষ উপহার দিলেন বাবা শাহরুখ,যা অভিনয়ের কেরিয়ারে পাথেয় হয়ে থাকবে সারাজীবন

Published : Dec 21, 2022, 10:13 AM IST

স্টারকিডের তকমা ঝেড়ে তিনি এখন লাস্যময়ী। শরীরী প্রদর্শনে তাবড় তাবড় অভিনেত্রীদেরও টেক্কা দিতে প্রস্তুত বছর ২১-র যুবতী সুহানা। সম্প্রতি মেয়ে সুহানাকে বিশেষ উপহার দিলেন শাহরুখ খান, যা সারাজীবন পথ দেখাবে অভিনয়ের কেরিয়ারে।

PREV
111


শাহরুখ কন্যা সর্বদাই শিরোনামে থাকতে পছন্দ করেন।  নিজের ফ্যাশন সেন্সের জন্য সর্বদাই চর্চায় থাকেন শাহরুখ কন্যা। তবে গ্ল্য়ামার জগতে পা রাখার আগেই ফের চর্চায় উঠে এলেন সুহানা। যত দিন যাচ্ছে ততই যেন চর্চায় উঠে আসছেন সুহানা খান। 

211


স্টারকিডের হট অবতারে ভিড়মি খান ফ্যাশনিস্তারাও। বলিউডের স্বনামধন্য অভিনেত্রী হওয়ার স্বপ্ন মেয়ে সুহানার চোখে। বাবা শাহরুখও তেমনটাই চান। এবার মেয়ে সুহানাকে বিশেষ উপহার দিলেন শাহরুখ খান, যা সারাজীবন পথ দেখাবে অভিনয়ের কেরিয়ারে।
 

311

সম্প্রতি বাবার থেকে পাওয়া সেই উপহারের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সুহানা খান। বাবা শাহরুখ মেয়েকে একটি ডায়েরি উপহার দিয়েছে, যা আসলে একটি অ্যাক্টিং জার্নাল। যেটি  নিজেই লিখেছেন কিং খান।
 

411

মেয়েকে দেওয়া এর চেয়ে দামি উপহার আর কিছুই হতে পারে না। অভিনেতার দেওয়া উপহারের ছবি শেয়ার করে সুহানা লিখেছেন-মঙ্গলবারের অনুপ্রেরণা। এই পোস্টের কমেন্ট সেকশনে শাহরুখ  লিখেছেন, আমি অভিনয়ের যা যা জানি না, তার সবকিছু লিখে রেখেছি। যাতে তুমি শিখে আমাকেও শেখাতে পারো।

511

খুব শীঘ্রই বলিউডে  আত্মপ্রকাশ করতে চলেছেন শাহরুখ কন্যা।  সুহানাকে  বি-টাউনে লঞ্চ করছেন ফারহান আখতারের বোন জোয়া আখতার। শাহরুখের বড় ছেলে আরিয়ান  অভিনয় করবেন না তা আগেই জানিয়ে দিয়েছিলেন বাদশা। 
 

611

 সুহানার বরাবারই ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার। এবং মেয়ের সেই স্বপ্ন পূরণ করতে চলেছে জোয়া আখতার। আন্তর্জাতিক আর্চিস কমিক্সের  ছবিতেই দেখা যাবে শাহরুখ কন্যা সুহানাকে । সম্প্রতি শেষ হয়েছে দ্য আর্চিস-এর শ্যুট। এই ছবিতেই মুখ্য চরিত্রে অভিনয় করবেন সুহানা ।
 

711

 ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং করবে এই ছবি। এর আগেও বেশ কিছু শর্টফিল্মে  কাজ করেছেন সুহানা।  জোয়া আখতার পরিচালিত 'দ্য আর্চিস'-এ আত্মপ্রকাশ করতে চলেছেন সুহানা   খান।  বনি ও শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরকেও ছবিতে দেখা যাবে।

811


স্টারকিডের তকমা ঝেড়ে তিনি এখন লাস্যময়ী।   শরীরী প্রদর্শনে তাবড় তাবড় অভিনেত্রীদেরও টেক্কা দিতে প্রস্তুত বছর ২১-র যুবতী সুহানা।  হট অ্যান্ড বোল্ড ছবিতে সেক্সি সুহানা এখন নেটদুনিয়ার হটকেক। 

911


সোশ্যাল মিডিয়ায় সর্বদাই ছবি পোস্ট করে আগুন জ্বালাতে সিদ্ধহস্ত মন্নতের রাজকুমারী। ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। শাহরুখ কন্যা সর্বদাই শিরোনামে থাকতে পছন্দ করেন।  নিজের ফ্যাশন সেন্সের জন্য সর্বদাই চর্চায় থাকেন শাহরুখ কন্যা। 

1011

ফ্ল্যাট অ্যাবস, চাবুক ফিগার এটাই হল সুহানার ফ্যাশন স্টেটমেন্ট। এই বয়সেই বলিউডের তাবড় তাবড় তারকাদের  পিছনে ফেলে দিচ্ছেন শাহরুখ কন্যা সুহানা। হট অ্যান্ড বোল্ড ছবিতে সেক্সি সুহানা এখন নেটদুনিয়ার হটকেক। সোশ্যাল মিডিয়ায় সর্বদাই ছবি পোস্ট করে আগুন জ্বালাতে সিদ্ধহস্ত মন্নতের রাজকুমারী। 
 

1111

 বাবা শাহরুখের পথেই হাঁটতে চলেছেন মেয়ে সুহানা খান। ওটিটি প্ল্যাটফর্মেই নিজের বলি কেরিয়ার শীঘ্রই শুরু করতে চলেছেন মন্নতের রাজকুমারী। অন্যদিকে  শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন ২৪ বছরের আরিয়ান খান। তবে শাহরুখ খানের মতো ক্যামেরার সামনে নয় বরং ক্যামেরার পিছনে কাজ করতে চলেছেন আরিয়ান। জোরকদমেই প্রস্তুতি নিচ্ছেন শাহরুখের দুই পুত্র-কন্যা।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories