পাঠানের সাফল্যের পর প্রথমবারের মতো মিডিয়ার সামনে বক্তব্য রাখার সময় জন আব্রাহাম কে চুম্বন ও দীপিকাকে জড়িয়ে ধরলেন এসআরকে । পাশাপাশি আনন্দে আত্মহারা হয়ে দিলেন ডিডিএলজে পোজ ।
৫ দিনে ৫৪২ কোটি টাকা আয় করেছে পাঠান। সোমবার প্রথমবার সাংবাদিক সম্মেলনে হাজির পরিচালক সিদ্ধার্থ আনন্দ সহ শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম । অনুষ্ঠানে দীপিকার জন্য একটি গানও গেয়েছেন শাহরুখ । পাঠান ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করা জন আব্রাহামও শাহরুখ খানের প্রশংসা করেন । বক্তব্যের মাঝে জনকে চুম্বন করেন শাহরুখ খান ।
পাঠানের সাফল্যে দীপিকাকে জড়িয়ে ধরলেন এসআরকে । পাশাপাশি আনন্দে আত্মহারা হয়ে দিলেন ডিডিএলজে পোজ ।