
বলিউডের একাধিক ছবিতে দেখা গিয়েছে তাঁকে। জোশ থেকে লক্ষ্য, জানি দুশমন ছবিতেও শাহরুখের সহ অভিনেতার চরিত্রে দেখা গিয়েছিল শরদ কাপুরকে। তাঁর বিরুদ্ধে FIR দায়ের হল।
জানা গিয়েছে, এক মহিলার সঙ্গে অসভ্য আচরণ এবং অশ্লীল ভাবে গায়ে হাত দেওয়ার অভিযোগে শরদ কাপুরের নামে অভিযোগ দায়ের হয়েছে। মুম্বইয়ের খার থানায় এই অভিযোগ দায়ের করেছেন এক ৩২ বছর বয়সী মহিলা। জানা গিয়েছে, তাঁর সঙ্গে ফেসবুকে আলাপ অভিনেতার। তারপর তাঁরা ভিডিও করলে কথা বলেছেন। শ্যুটিং-র বিষয় কথা বলার জন্য মেয়েটিকে অফিসে ডাকেন অভিনেতা। মহিলা সেখানে গিয়ে বুঝতে পারেন এটি অফিস নয় বরং অভিনেতার বাড়ি। সেখানেই তৈরি হয় জটিলতা। বাড়িতে পৌঁছাতেই এক মহিলা দরজা খুলে দেয় তাঁকে। তারপর অভিনেতা সেই মেয়েটিকে নিজের বেডরুমে ডাকেন। সেখানে শ্লীলতাহানীর চেষ্টা করেন বলে জানা গিয়েছে। এখানেই শেষ নয়। সেদিন বিকেলে মহিলাকে হোয়াটসঅ্যাপে অকথ্য ভাষায় মেসেজ পাঠান। এরপর পুলিশে অভিযোগ দায়ের করেন সেই মহিলা।
শরদ কাপুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৭৪ ধারা, ৭৫ ধারা এবং ৭৯ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। মহিলার বিরুদ্ধে ক্রিমিনাল আচরণ, যৌন হেনস্থা এবং মহিলার শালীনতা নষ্ট করার অপরাধে এই ধরায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এই ঘটনা দ্রুত এসেছে প্রকাশ্যে। অভিনেতার এমন আচরণে চমক পেয়েছেন সকলে। এক অচেনা মহিলার সঙ্গে এমন আচরণ করার কারণে সকলেই নিন্দা করেছেন অভিনেতার। বলিউডের বেশ খ্যাত অভিনেতা শরদ কাপুর। বহু ছবিতে দেখা গিয়েছে তাঁকে। এবার এফআইআর দায়ের হল তাঁর বিরুদ্ধে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।