যৌন হেনস্থার অভিযোগ উঠল শাহরুখের সহ অভিনেতার নামে, FIR দায়ের শরদ কাপুরের বিরুদ্ধে

বলিউড অভিনেতা শরদ কাপুরের বিরুদ্ধে এক ৩২ বছর বয়সী মহিলার যৌন হেনস্থার অভিযোগে এফআইআর দায়ের হয়েছে। অভিযোগকারিণীর দাবি, অভিনেতা তাঁকে শ্যুটিংয়ের কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যান এবং সেখানে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন। এরপর তিনি অশ্লীল মেসেজও পাঠান।

বলিউডের একাধিক ছবিতে দেখা গিয়েছে তাঁকে। জোশ থেকে লক্ষ্য, জানি দুশমন ছবিতেও শাহরুখের সহ অভিনেতার চরিত্রে দেখা গিয়েছিল শরদ কাপুরকে। তাঁর বিরুদ্ধে FIR দায়ের হল।

জানা গিয়েছে, এক মহিলার সঙ্গে অসভ্য আচরণ এবং অশ্লীল ভাবে গায়ে হাত দেওয়ার অভিযোগে শরদ কাপুরের নামে অভিযোগ দায়ের হয়েছে। মুম্বইয়ের খার থানায় এই অভিযোগ দায়ের করেছেন এক ৩২ বছর বয়সী মহিলা। জানা গিয়েছে, তাঁর সঙ্গে ফেসবুকে আলাপ অভিনেতার। তারপর তাঁরা ভিডিও করলে কথা বলেছেন। শ্যুটিং-র বিষয় কথা বলার জন্য মেয়েটিকে অফিসে ডাকেন অভিনেতা। মহিলা সেখানে গিয়ে বুঝতে পারেন এটি অফিস নয় বরং অভিনেতার বাড়ি। সেখানেই তৈরি হয় জটিলতা। বাড়িতে পৌঁছাতেই এক মহিলা দরজা খুলে দেয় তাঁকে। তারপর অভিনেতা সেই মেয়েটিকে নিজের বেডরুমে ডাকেন। সেখানে শ্লীলতাহানীর চেষ্টা করেন বলে জানা গিয়েছে। এখানেই শেষ নয়। সেদিন বিকেলে মহিলাকে হোয়াটসঅ্যাপে অকথ্য ভাষায় মেসেজ পাঠান। এরপর পুলিশে অভিযোগ দায়ের করেন সেই মহিলা।

Latest Videos

শরদ কাপুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৭৪ ধারা, ৭৫ ধারা এবং ৭৯ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। মহিলার বিরুদ্ধে ক্রিমিনাল আচরণ, যৌন হেনস্থা এবং মহিলার শালীনতা নষ্ট করার অপরাধে এই ধরায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এই ঘটনা দ্রুত এসেছে প্রকাশ্যে। অভিনেতার এমন আচরণে চমক পেয়েছেন সকলে। এক অচেনা মহিলার সঙ্গে এমন আচরণ করার কারণে সকলেই নিন্দা করেছেন অভিনেতার। বলিউডের বেশ খ্যাত অভিনেতা শরদ কাপুর। বহু ছবিতে দেখা গিয়েছে তাঁকে। এবার এফআইআর দায়ের হল তাঁর বিরুদ্ধে। 

 

Share this article
click me!

Latest Videos

Uluberia News: সব শেষ হয়ে গেল! স্রোতের ধাক্কায় গঙ্গার বুকে উল্টে গেল আস্ত স্পিড বোট
'চোখের সামনে সব শেষ হয়ে গেল, পারলাম না বাঁচাতে!' শোকের ছায়া এলাকায় | Pathar Pratima Blast Update
'অধীর হিন্দু হওয়ার জন্যই হেরে গেছেন', সাম্প্রদায়িক প্রসঙ্গে অধীরকে ধুয়ে যা বললেন শুভেন্দু
Hooghly News: ‘দাঁড়া, মজা দেখাচ্ছি!’ এক মুহূর্তেই বদলে গেল সব! ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ল শ্যালকেরা
দাসপুরে হিন্দু ধর্মগুরু হিরন্ময় প্রভুর ওপর দুষ্কৃতী হামলা | Hiranyamay Prabhu attack | Bangla News