রাখি সাওয়ান্তের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাকি গায়েব । খির অভিযোগের তির আরেক অভিনেত্রী শার্লিন চোপড়ার দিকে । এমন অভিযোগ পেয়ে মুখ খুললেন শার্লিন চোপড়া ।
রাখি সাওয়ান্তের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাকি গায়েব । এমনই দাবি করেছেন ওই অভিনেত্রী । রাখির অভিযোগের তির আরেক অভিনেত্রী শার্লিন চোপড়ার দিকে । শার্লিনই নাকি রাখির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উড়িয়ে দিয়েছেন । এমন অভিযোগ পেয়ে মুখ খুললেন শার্লিন চোপড়া । মুম্বই পুলিশের সাইবার সেলের কাছে তাঁর অনুরোধ আসল সত্য সামনে আনার জন্য তদন্ত হোক । তাহলে কে সত্যি বলছে আর কে মিথ্যে, তা ধরা পড়ে যাবে । ফের একবার প্রকাশ্যে রাখি ও শার্লিন দ্বন্দ্ব ।