শার্লিন চোপড়া, বিপাশা বসু থেকে সোনু সুদ, দেখুন আপনার পছন্দের তারকার দিন ভরের খবর এই বলিউড মশালায় ।
মুম্বই এয়ারপোর্টে বোল্ড অবতারে ধরা দিলেন শার্লিন চোপড়া | মুম্বই বিমানবন্দরে লেন্সবন্দি সোনু সুদ | বান্দ্রার সেলুনে দেখা গেল রাকুল প্রীত সিংকে | বান্দ্রার সেলুনে ক্যামেরাবন্দি শানায়া কাপুর | অনুপম খেরের সাথে দেখা করেন বিপাশা বসু, মেয়ের সঙ্গে মুম্বই বিমানবন্দরে বিপাশা-করণ | অনুপম খেরের দেখা করলেন বিপাশা-করণ | নবজাতক শিশুর সঙ্গে দীপিকা কক্কর ও তার স্বামী শোয়েব ।