সাদা রঙের ঘাগরার সঙ্গে ফুল হাতা ডিপনেক কাটের ব্লাউজ পরে উন্মাদনা ছড়িয়েছেন শার্লিন। ঘাগরা চোলি পরেই ফুলঝুরিতে আগুন ধরিয়েছেন তিনি।
বরাবরই বিভিন্ন বিতর্কিত মন্তব্য বা ভঙ্গিমার জন্য বিনোদন দুনিয়ার শিরোনামে উঠে আসেন বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া। সম্প্রতি দীপাবলি উৎসব উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল তাঁর ভিডিও। সাদা রঙের ঘাগরার সঙ্গে ফুল হাতা ডিপনেক কাটের ব্লাউজ পরে উন্মাদনা ছড়িয়েছেন শার্লিন। ঘাগরা চোলি পরেই ফুলঝুরিতে আগুন ধরিয়েছেন তিনি।