ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে শপিং করলেন শিল্পা শেট্টি, ভাইরাল হল নায়িকার ছবি

Published : Feb 17, 2025, 03:32 PM IST

শিল্পা শেট্টি ছেলে ভিয়ানের সাথে অফলাইন শপিং করতে দেখা গেলেন। সাদা ব্লেজার এবং নীল ডেনিমে স্টাইলিশ শিল্পা জানালেন, অনলাইন শপিং থাকা সত্ত্বেও বাচ্চাদের জন্য অফলাইন শপিং জরুরি।

PREV
16

বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ছেলে ভিয়ান রাজ কুন্দ্রার সাথে শপিং করতে দেখা গেছেন।

26

শিল্পা শেট্টি তাঁর ছেলে ভিয়ান রাজ কুন্দ্রার সাথে শপিং ব্যাগ হাতে দেখা গেছেন।

36

সাদা ব্লেজার এবং নীল ডেনিমে দেখতে অসাধারণ লাগছিল তাকে।

46

শিল্পা শেট্টি অনলাইন শপিং পছন্দ করলেও বাচ্চাদের জন্য অফলাইনেও কেনাকাটা করেন।

56

বাজিগর অভিনেত্রী হেলথ ফুড ব্র্যান্ড আলপিনোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন।

66

শিল্পা শেট্টির মেয়েও মায়ের পাশে থাকতে দেখা গেল।

click me!

Recommended Stories