শনিবার মুম্বইতে অনুষ্ঠিত হল শোশা রিল অ্যাওয়ার্ডস ২০২৩ | গোটা বলিউডকে দেখা যায় এদিনের অনুষ্ঠানে । উপস্থিত ছিলেন সিদ্ধার্থ ,কিয়ারা থেকে ভূমি, বিদ্যা ও আরও অনেকে |
শনিবার মুম্বইতে অনুষ্ঠিত হল শোশা রিল অ্যাওয়ার্ডস ২০২৩, গোটা বলিউডকে দেখা যায় এদিনের অনুষ্ঠানে । উপস্থিত ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, ভূমি পেডনেকার, বিদ্যা বালান, রাজকুমার রাও, অয়ন মুখার্জি, বাবিল খান, হুমা কুরেশি, করণ জোহর, অনিল কাপুর ও আরও অনেকে ।