অরিজিৎ-র পর প্রতিবাদ সঙ্গীত শ্রেয়ার কন্ঠে, আরজি কর কাণ্ডে প্রতিবাদ করতে গাইলেন 'রক্তের সোঁদা গন্ধে’

Published : Oct 21, 2024, 08:56 AM IST
Singer Shreya Ghoshal

সংক্ষিপ্ত

আরজি কর কাণ্ডের প্রতিবাদে কলকাতায় 'রক্তের সোঁদা গন্ধে' গান গাইলেন শ্রেয়া ঘোষাল। ধর্ষণ ও খুনের প্রতিবাদে সেপ্টেম্বরের কনসার্ট পিছিয়ে অক্টোবরে অনুষ্ঠিত হয়। শ্রেয়ার এই প্রতিবাদী সঙ্গীত নিয়ে মন্তব্য করেছেন কুণাল ঘোষ।

আরজি কর কাণ্ডের প্রতিবাদে অগস্ট মাস থেকে চলছে আন্দোলন। ৯ অগস্ট আর জি কর থেকে উদ্ধার হয়েছিল চিকিৎসকের দেহ। ধর্ষণ করে খুন করা হয়েছিল তাঁকে। তারপর ১৪ অগস্ট থেকে চলছে প্রতিবাদ। বহু মিছিল থেকে প্রতিবাদ বঞ্চে হাজির হয়েছে সাধারণ থেকে সেলেবরা। এখনও চলছে অনশন। এবার এই ঘটনার প্রতিবাদ করলেন এক বিখ্যাত গায়িকা।

সদ্য কলকাতায় এসে গাইলেন ‘রক্তের সোঁদা গন্ধে’। এর আগে ১৪ সেপ্টেম্বর কলকাতায় কনসার্ট করার কথা ছিল শ্রেয়া ঘোষালের। কিন্তু, সেই সময় তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, কলকাতার বুকে যে বর্বর এবং পাশবিক ঘটনা ঘটেছে সেটার জন্য আমি ভীষণ ভাবে দুঃখিত। একজন মহিলা হয়ে মেয়েটার সঙ্গে আচরণ করা হয়েছে, যে বর্বরতার শিকার হয়েছে সেটা ভাবলেই যেন শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে যাচ্ছে। তাই ব্যথিত হৃদয় ও অন্যন্ত মনোকষ্ট নিয়ে জানাচ্ছি যে আমি এবং ইশক এফএম আমাদের কনসার্ট শ্রেয়া ঘোষাল লাইভ, অল হার্টস ট্যুর ইশক এফএম গ্র্যান্ড কনসার্ট পিছিয়ে দিচ্ছি। এটা আগে ১৪ সেপ্টেম্বর ২০২৪-র অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এবার এটা অক্টোবর মাসে হবে।

সেই অনুসারে ১৯ অক্টোবর হল অনুষ্ঠান। শ্রেয়া গাইলেন, যত ইচ্ছের ভাঙা ডানা, যত গল্প নজরবন্দি, যত সন্ধ্যের যাওয়া মানা, যত রাত্রির অভিসন্ধি, সব মিথ্যের আর ধন্দের…

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল শ্রেয়ার এই পারফরমেন্স। আর তা দেখে মন্তব্য করতে পিছপা হলেন না কুণাল ঘোষ। লিখলেন, শ্রেয়া ঘোষালের অবস্থানকে সাধুবাদ জানাই। আরজি কর নিয়ে আমাদের সকলের মত তিনিও উদ্বিগ্ন। ১৪ই সেপ্টেম্বরের অনুষ্ঠান পিছিয়ে দিচ্ছেন। পাশাপাশি সারা দেশ ও বিশ্বের মহিলাদের সুরক্ষার কথা বলছেন। কারণ এই ধর্ষণ-খুনের সামাজিক সমস্যা, অপরাধটা নিয়ে সর্বত্রই প্রতিবাদ দরকার। এটা শুধু বাংলার ইস্যু নয়।

 

PREV
click me!

Recommended Stories

৮৩ বছর বয়সে ১৫ ঘণ্টা কাজ! বিগ বি-র এনার্জি দেখে চমকে গেলেন দর্শকেরা
কেন ভেঙেছিল অমিতাভ বচ্চন ও রেখার সম্পর্ক? দীর্ঘদিন পর প্রকাশ্যে এল চমকপ্রদ তথ্য