রাজস্থানের জয়সলমেরের বিলাসবহুল পাঁচতারা হোটেল সূর্যগড় প্রাসাদ । সেখানেই রাজকীয় ঢঙে বিবাহ সম্পন্ন হবে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানির ।
রাজস্থানের জয়সলমেরের বিলাসবহুল পাঁচতারা হোটেল সূর্যগড় প্রাসাদ | সেখানেই রাজকীয় ঢঙে বিবাহ সম্পন্ন হবে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানির | সিড-কিয়ারার জন্য সেজে উঠেছে রাজস্থানের সূর্যগড় প্রাসাদ | অতিথিদের জন্য বিলাসবহুল সূর্যগড় প্রাসাদে ৮০টি ঘরের আয়োজন করা হয়েছে | সঙ্গীত অনুষ্ঠানের প্রস্তুতি চলছে পুরোদমে |