সিড-কিয়ারার রাজকীয় বিয়ের পর মুম্বইয়ে গ্র্যান্ড রিসেপশনে হাজির বলিউডের একাংশ | গোটা বলিউডকে নিয়েই পার্টি দিলেন নবদম্পতি ।
জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে বিয়ের দিন হাতে গোনা কয়েকজন উপস্থিত ছিলেন | সেই কারণে রিসেপশনে গোটা বলিউডকেই ডাকার সিদ্ধান্ত নিয়েছিলেন সিড-কিয়ারা | হাজির ছিলেন বলিউড তারকা থেকে ইন্ডাস্ট্রির নামী-দামী ব্যক্তিত্ব | সকলের গ্ল্যামারাস লুক ও উজ্জ্বল উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের | গ্র্যান্ড রিসেপশন পার্টিতে বলি ডিভাদের থেকে চোখ ফেরানো দায় ছিল | গৌরী খান থেকে মীরা রাজপুত সকলেই নজর কাড়ে অনুরাগীদের | হাজির ছিলেন স্ত্রী শ্লোকা সঙ্গে আকাশ আম্বানি | কৃতি শ্যানন, দিশা পাটানি,শিল্পা শেট্টি স্টাইলিশ লুকে নজর কেড়েছে সকলের ।