'সা'-র মুক্তির আগেই দ্বিতীয় ছবির প্রস্তুতি, রাস্তায় মাথায় গামছা বেঁধে দেখা গেল অরিজিৎ সিং-কে

Published : Jun 21, 2025, 12:37 PM IST
Arijit Singh

সংক্ষিপ্ত

গায়ক থেকে সুরকার, এবার পরিচালক হিসেবে দ্বিতীয় ছবির প্রস্তুতিতে ব্যস্ত অরিজিৎ সিং। 'সা' ছবির মুক্তির আগেই বীরভূমে নতুন ছবির লোকেশন পরিদর্শন করলেন তিনি।

গায়ক থেকে সুরকার, সেখান থেকে এবার পরিচালক—অরিজিৎ সিংহ ক্রমাগত ছাপ ফেলছেন বিনোদন জগতে। তাঁর প্রথম ছবি ‘সা’ এখনও মুক্তি পায়নি। এর মধ্যেই শুরু হয়ে গেছে দ্বিতীয় ছবির কাজ। তবে স্টোরি, কাস্টিং কিংবা ছবির নাম—কিছুই এখনও প্রকাশ হয়নি।

ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার ভোর পাঁচটা নাগাদ অরিজিৎ সিংহকে দেখা যায় বীরভূমের ইলামবাজার সংলগ্ন অঞ্চলে। পরনে লাল গেঞ্জি, মাথায় গামছা বাঁধা, সঙ্গে ছিল মুম্বইয়ের একটি প্রোডাকশন টিম। শুটিং নয়, এটি ছিল রেকি বা লোকেশন পরিদর্শন। সা’ তৈরির আগে শ্যামবাজারে অরিজিৎ পায়ে হেঁটে রেকি করেছিলেন। তবে ঠিক কোন বিষয় নিয়ে তৈরি হচ্ছে তাঁর দ্বিতীয় ছবি, সে বিষয়ে মুখ খুলছেন না অরিজিৎ বা তাঁর দল। একইভাবে এখনও জানা যায়নি অভিনয়শিল্পীদের নাম।

‘সা’ ছবির পটভূমি

‘সা’—এই ছবির নাম এসেছে সাত সুরের প্রথম সুর ‘সা’ থেকে। অরিজিৎ ২০১৬ সালে শুরু করেন ছবিটির নির্মাণ, যা শেষ হয় ২০১৮ সালে। ছবিটি মূলত সঙ্গীতনির্ভর এবং প্রথমে এর নাম ছিল ‘লালু’। একটি শিশুকে কেন্দ্র করে শুরু হয় গল্প। পরে বদলে যায় ছবির নাম। পরিচালক হিসেবে অরিজিতের প্রথম কাজ এই ছবি, যা দু’টি পর্বে নির্মিত। প্রথম পর্বে অভিনয় করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়, শ্রীদীপ মুখোপাধ্যায় প্রমুখ। দ্বিতীয় পর্বে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়।

‘সা’ ছবির নাম ইন্ডিয়ান মোশন পিকচার অ্যাসোসিয়েশন (IMPA)-তে নথিভুক্ত হওয়ার পরই প্রথমবার প্রকাশ্যে আসে অরিজিতের পরিচালনায় ছবি তৈরির বিষয়টি। 

সারাংশ 

গানের জগতে অরিজিৎ সিংকে নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই। তবে এবার ছবি পরিচালনায়ও তাক লাগাতে চলেছেন। পরিচালক হয়েছেন গায়ক অরিজিৎ সিং।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

Read more Articles on
click me!

Recommended Stories

'আপনার চেয়ে বেশি পক্ষপাতদুষ্ট মানুষ দেখিনি...' এআর রহমানকে কেন এমন বললেন কঙ্গনা?
মার্দানি ৩ ট্রেলার মুক্তির পর মহিলা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা রানির, কী বললেন?