
একের পর এক চাঞ্চল্যকর ঘটনা আসছে প্রকাশ্যে। স্বদেশ হোক কিংবা বিদেশে, প্রায়শই আক্রান্ত হচ্ছেন শিল্পীরা। কৌতুকশিল্পী কপিল শর্মা সদ্য কানাডার ক্যাফেতে আক্রান্ত হন। সেখানে ক্যাফেতে হয়েছিল দুষ্কৃতী হামলা। ঘটনার কাটেনি এক সপ্তাহ। তার মাঝেই ফের প্রকাশ্যে এল অন্য এক শিল্পীর ওপর হামলা হওয়ার ঘটনা। এবার আক্রান্ত হলেন হরিয়ানার গায়ক ফাজিলপুরিয়া। ফাজিলপুরিয়া হরিয়ানভি এবং পঞ্জাবি গানের জন্য জনপ্রিয়। ২০১৪ সালে তাঁর গান বেশ জনপ্রিয় হয়েছিল। লড়কি বিউটিফুল কর গ্যয়ি চুল- গানটি রাতারাতি জনপ্রিয় হয়। গানটি পরবর্তীতে আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা এবং ফওয়াদ খান অভিনীত কাপুর অ্যান্ড সন্স ছবিতে ব্যবহার করা হয়েছিল।
খবর, গুরুগ্রামের উপকন্ঠে বাদশাহপুরের কাছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা ফাজিলপুরিয়াকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তাঁর গা ঘেঁষে বেরিয়ে যায়। অল্পের জন্য রক্ষা পান গায়ক। পুলিশের অনুমান, এই Raper-Youtuber এলভিশ যাদবের বন্ধু। সাপের বিষ এবং সাপ ব্যবহারের মামলায় তিনি জড়িত। সম্ভব সেই কারণে তাঁর ওপর হামলা হয়।
জানা গিয়েছে, ফাজিলপুরিয়াকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালানো হয়। হামলার সময় তিনি নিজের গাড়িতে বসে ছিলেন। গায়কের প্রকৃত নাম রাহুল যাদব। সম্ভবত গাড়ির ভিতরে থাকার কারণে তিনি রক্ষা পান। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়ি সাদার্ন পেরিফেরাল রোডের দিকে যাওয়ার সময় হয়েছিল হামলা। এলোপাথাড়ি গুলি চালিয়ে আক্রমণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যা. আজ কেউ এই ঘটনায় জখম হয়নি।
একসময় এমন গাড়িতে গুলি করে হত্যা করা হয়েছিল সিধু মুসাওয়ালাকে। তার শরীরে মিলেছিল ২৫টি গুলি। পঞ্জাবের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তথা কংগ্রেস নেতা সিধু মুসওয়ালা খুনের ঘটনা মুহূর্তে ভাইরাল হয়। ঘটনায় লরেন্স বিষ্ণোই-র নাম জড়ায়। বাড়ি থেকে বের হওয়ার পর তার গাড়ি থামিয়ে গুলি করে হত্যা করা হয়েছিল গায়ককে। এবার ফের আক্রান্ত এক গায়ক। তবে, অল্পের জন্য বেঁচে গেলেন তিনি।