নাগ চৈতন্য এবং সোভিতা ধুলিপালা এই বছরের ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগস্টে তাদের বাগদান সম্পন্ন হয়েছে এবং বিয়ের পূর্ব আচার-অনুষ্ঠান শুরু হয়ে গেছে।
নাগ ও সোভিতার রাজকীয় ভাবে বিবাহ হবে না। তেলুগু হিন্দু রীতিতে রাজস্থানের একটি প্যালেস হোটেলে বিবাহের আয়োজনের কথা প্রচলিত ছিল।
28
নাগার্জুন আক্কিনেনীর ইচ্ছানুসারে, হায়দরাবাদেই বিবাহ অনুষ্ঠিত হবে।
38
ঐতিহ্যবাহী তেলুগু রীতিতে বিবাহ অনুষ্ঠিত হবে। অন্নপূর্ণা স্টুডিওতে একটি বিশেষ সেট তৈরি করা হবে।
48
নাগার্জুন অন্নপূর্ণা স্টুডিওর সকল ব্যবস্থাপনা তদারকি করবেন। হায়দরাবাদে বিবাহ অনুষ্ঠানের ফলে অতিথিরা সহজেই যোগ দিতে পারবেন।
58
৪ ডিসেম্বর তেলুগু হিন্দু রীতিতে নাগ চৈতন্য এবং সোভিতা ধুলিপালার বিবাহ অনুষ্ঠিত হবে।
68
বিয়ের আগে হলদি, মেহেদি, সঙ্গীত সহ বিভিন্ন আচার-অনুষ্ঠান পালিত হবে।
78
নন্দামুরি, দাগ্গুবতি এবং কোনিডেলা পরিবার সহ টলিউডের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
88
এছাড়াও অভিনেতার সহকর্মী, বন্ধুবান্ধব, রাজনৈতিক নেতা, মুখ্যমন্ত্রী, বিধায়ক ও সাংসদদের আমন্ত্রণ জানানো হবে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।