'একটা গোটা দিন ভালো যাবে, যদি আপনি ভালো ব্যায়াম দিয়ে শুরু করেন', এই দৃঢ়তা নিয়েই সুঠাম শরীরের চর্চা করেন দক্ষিণী তন্বী রশ্মিকা মন্দানা।
'একটা গোটা দিন ভালো যাবে, যদি আপনি ভালো ব্যায়াম দিয়ে শুরু করেন', এই দৃঢ়তা নিয়েই সুঠাম শরীরের চর্চা করেন দক্ষিণী তন্বী রশ্মিকা মন্দানা। নিজের ট্রেনারকে সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করে লিখলেন, 'বারবার আমাকে মেরে ফেলার জন্য ধন্যবাদ। আমি জানি যে আমি আরও শক্তিশালী হয়ে উঠব'। আগামি দিনে আরও বলীয়ান হয়ে ওঠার জন্য 'চিয়ার্স' জানালেন সুন্দরী অভিনেত্রী।