মুম্বইয়ের এক অটো রিক্সায় স্বামীর সঙ্গে ক্যামেরাবন্দি হন সৃজিতা দে । পাপারাজ্জিদের অনুরোধে অটোয় বসেই স্বামী মাইকেলের ঠোঁটে ঠোঁট ডোবালেন অভিনেত্রী ।
দীর্ঘ দিনের প্রেমিক মাইকেলের সঙ্গে জার্মানিতে গিয়ে বিয়ে সেরেছিলেন টেলি তারকা সৃজিতা দে । জার্মানির এক চার্চে খ্রিস্টান রীতিতে বিয়ে সেরেছিলেন তিনি । এদিন মুম্বইয়ের এক অটো রিক্সায় স্বামীর সঙ্গে ক্যামেরাবন্দি হন সৃজিতা । পাপারাজ্জিদের অনুরোধে অটোয় বসেই স্বামী মাইকেলের ঠোঁটে ঠোঁট ডোবালেন অভিনেত্রী । একের পর এক লিপ কিস চলল দুজনের । নবদম্পতির রোম্যান্টিক মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।