বান্দ্রায় যোগা করে ফিরছেন মালাইকা। জন্মদিনে মন্নতের ছাদে বাদশা। সকল ফ্যানদের সিগনেচার স্টাইলে দিলেন শুভেচ্ছা। শাহরুখকে এক ঝলক দেখতে বিশাল জমায়েত।
বান্দ্রায় যোগা করে ফিরছেন মালাইকা। জন্মদিনে মন্নতের ছাদে বাদশা। সকল ফ্যানদের সিগনেচার স্টাইলে দিলেন শুভেচ্ছা। শাহরুখকে এক ঝলক দেখতে বিশাল জমায়েত। মুম্বাইতে একটি স্টোরে প্রিয়াঙ্কা চোপড়া। বান্দ্রার একটি রেস্টুরেন্টে মিরা রাজপুত কাপুর। মুম্বই এয়ারপোর্টে ধ্বনি ভানুশালী। মুম্বইতে জন্মদিন পালন অঞ্জলি অরোরার। ফিল্মিস্থান স্টুডিও-তে শিল্পা শেট্টি। বান্দ্রায় বিদ্যা বালান। সানি সুপার সাউন্ড স্টুডিও-তে ববি দেওল।